ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেষ মুহূর্তে জমজমাট ঈদের কেনাকাটা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৭, ২৮ মার্চ ২০২৫   আপডেট: ১৭:৫৯, ২৮ মার্চ ২০২৫
শেষ মুহূর্তে জমজমাট ঈদের কেনাকাটা

ঈদের বাকি মাত্র কয়েক দিন। যারা ঈদের কেনাকাটা করেননি তারা ভিড় করেছেন বিভিন্ন শপিং সেন্টারে। এ কারণে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা। তবে বাড়তি দাম হওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। বিক্রেতাদের দাবি, পোশাকের দাম কিছুটা বেড়েছে।

শুক্রবার (২৮ মার্চ) রাজধানীর যাত্রবাড়ী ও শনির আখড়া বিপণিবিতানগুলোতে ঘুরে দেখা গেছে, বাহারি পোশাক সাজিয়ে বসেছেন বিক্রেতারা। প্রতিটি মার্কেটে ক্রেতাদের ভিড়। পছন্দ অনুযায়ী পোশাক কিনছেন তারা।

আরো পড়ুন:

কেরাণীগঞ্জ থেকে আসা ক্রেতা মনির হোসেন বলেন, “গতকাল বেতন পেয়েছি। ছেলে-মেয়েদের জন্য নতুন পোশাক লাগবে, তাই কিনতে এসেছি। শেষ সময়ে পোশাকের দাম বেশি। দাম একটু কম হলে ভালো হতো। তারপরও সাধ্যের মধ্যে কেনাকাটা করছি।”

শনির আখড়া আর এস শপিং কমপ্লেক্সের নূর ফ্যাশনের স্বত্বাধিকারী আব্দুর রহমান বলেন, “এ বছর   বিক্রি ভালো হয়েছে। আমরা সামান্য লাভে পোশাক বিক্রি করেছি।”

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এস আই নূর মোহাম্মদ মোস্তফা বলেন, “ঈদকে সামনে রেখে শেষ সময়ে মার্কেটে মানুষের ভিড় বেড়েছে। চুরি ও ছিনতাই রোধে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও কাজ করছে।”

ঢাকা/এএএম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়