ঢাকা     বৃহস্পতিবার   ১৯ জুন ২০২৫ ||  আষাঢ় ৫ ১৪৩২

বিমানের ফুয়েলের দাম কমল, রাত ১২টা থেকে কার্যকর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৮, ১৩ মে ২০২৫  
বিমানের ফুয়েলের দাম কমল, রাত ১২টা থেকে কার্যকর

প্রতীকী ছবি

গত কয়েক বছর ঊর্ধ্বমুখী থাকার পর অবশেষে বিমানের জ্বালানি বা জেট ফুয়েলের দাম কমাল সরকার।

মঙ্গলবার (১৩ মে) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানায়।

এতে বলা হয়েছে, অভ্যন্তরীণ রুটের প্রতি লিটার জ্বালানির দাম ১৭ টাকা ৪৩ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৯৩ টাকা ৫৭ পয়সা। আগে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১১১ টাকা।

আরো পড়ুন:

অন্যদিকে, আন্তর্জাতিক রুটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম কমেছে ১৫ সেন্ট।এতদিন প্রতি লিটার জ্বালানির জন্য এয়ারলাইনসগুলোকে দিতে হতো ৭৫ সেন্ট। এখন তা মিলবে ৬০ সেন্টে। 

বিইআরসি জানিয়েছে, জেট ফুয়েলের নতুন দাম কার্যকর হবে মঙ্গলবার মধ্যরাত থেকে।

আদেশে বলা হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এবং কক্সবাজার বিমানবন্দরে নতুন দামে জেট ফুয়েল পাওয়া যাবে।

দেশি–বিদেশি এয়ারলাইনসগুলো দীর্ঘদিন ধরেই জ্বালানির দাম সমন্বয়ের দাবি জানিয়ে আসছিল। তারা বলছে, একটি ফ্লাইটের ব্যবস্থাপনা ব্যয়ের ৪০ থেকে ৬০ ভাগই নির্ভর করে জ্বালানির দামের ওপর। ফলে জ্বালানির দাম ওঠানামার প্রভাব পড়ে ফ্লাইটের ভাড়ায়।

বাংলাদেশে দেশি–বিদেশি এয়ারলাইনসগুলোকে জ্বালানি সরবরাহ করে সরকারি প্রতিষ্ঠান পদ্মা ওয়েল।

ঢাকা/হাসান/সাইফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়