ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গ্লোবাল ইসলামী ব্যাংকের এজিএমের নতুন তারিখ নির্ধারণ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ৯ জুলাই ২০২৫  
গ্লোবাল ইসলামী ব্যাংকের এজিএমের নতুন তারিখ নির্ধারণ

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির বাতিল হওয়া ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানের নতুন তারিখ ও সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ১৯ আগস্ট (মঙ্গলবার) কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে।

বুধবার (৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি জানিয়েছে, ওই দিন বেরা ১১টায় হাইব্রিড পদ্ধতিতে এই সভা অনুষ্ঠিত হবে। তবে রেকর্ড তারিখ আগেরটি (৬ জুন, ২০২৩) বহাল থাকবে।

এদিকে, ব্যাংকটির পরিচালনা পর্ষদের সর্বসম্মতিক্রমে আর্থিক বিষয়গুলো সংশোধনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ২০২৩ সালের সালের ৩১ ডিসেম্বর ব্যাংকটির সংশোধিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) দাঁড়িয়েছে ২১.৭৯ টাকা। এছাড়া, সংশোধিত ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (৯.১৪) টাকা। আর সংশোধিত শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (০.১৬) টাকা। তবে ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের জন্য ইপিএসম এনএভি ও এনওসিএফপিএস এর কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ ১৪ মাস পর তা বাতিল করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। এর আগে গত বছরের ২৯ এপ্রিল ব্যাংকটি সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ছিল ৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ৫ শতাংশ বোনাস। এর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয় ৬ জুন, ২০২৩। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দাঁড়িয়েছে ১.৩০ টাকা।
 
ব্যাংকটি ঘোষিত লভ্যাংশসহ বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনার জন্য গত বছরের ৮ আগস্ট এজিএম আহ্বান করে। তবে ৫ আগস্ট গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর তার সরকারের সুবিধাভোগী এস আলমের নিয়ন্ত্রণাধীন গ্লোবাল ইসলামী ব্যাংক আর ঘোষিত এজিএম করতে পারেনি।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়