ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পানগাঁও কাস্টমস হাউস পরিদর্শন, দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ১১ জুলাই ২০২৫   আপডেট: ১৩:১৩, ১১ জুলাই ২০২৫
পানগাঁও কাস্টমস হাউস পরিদর্শন, দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ

ঢাকার পানগাঁও কাস্টমস হাউস পরিদর্শনে কর্মকর্তারা

ঢাকার পানগাঁও কাস্টমস হাউস পরিদর্শন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। এসময় কর্মকর্তাদেরকে তিনি দ্রুত মামলা নিষ্পত্তির জন্য নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) তিনি এই কাস্টমস হাউসটি পরিদর্শন করেন। এসময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের সাথে দাপ্তরিক কার্যক্রম সম্পাদনের বিষয়ে খোঁজ খবর নেন।

পরিদর্শন শেষে তিনি পানগাঁও কাস্টমস হাউসের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের (বন্দর কর্তৃপক্ষ, আমদানিকারক, সিএন্ডএফ এজেন্ট) সাথে মতবিনিময় করেন। 

এসময় তিনি রাজস্ব আদায় কার্যক্রমসহ অন্যান্য দাপ্তরিক কার্যক্রম যেমন-ঝুঁকি ব্যবস্থাপনার আওতায় দ্রুত পণ্য খালাসকরণ, নিবারণমূলক কার্যক্রম, আমদানি নীতি আদেশ প্রতিপালন, অটোমেশন, মামলা হ্রাসকরণসহ বকেয়া আদায় কার্যক্রমে মনোযোগ দিতে বলেন। 

একই সঙ্গে তিনি নিলাম কার্যক্রম দ্রুত সম্পাদনের মাধ্যমে বন্দরে বিদ্যমান নিলাম ও ধ্বংসযোগ্য পণ্যের দ্রুত নিষ্পত্তির নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, “রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পানগাঁও কাস্টমস হাউসের কর্মকর্তা-কর্মচারীদের সর্বদা কাজে মগ্ন থাকতে হবে। এসময়ে তিনি দ্রুত মামলা নিষ্পত্তির জন্য নির্দেশনা প্রদান করেন।”

এনবিআর চেয়ারম্যান বলেন, “সারা পৃথিবীতেই পোস্ট ক্লিয়ারেন্স অডিট (পিসিএ) এর মাধ্যমে খালাস করা পণ্য চালানের অডিট করা হয়। সেই আলোকে পানগাঁও কাস্টমস হাউস-এর পোস্ট ক্লিয়ারেন্স অডিট (পিসিএ) জোরদার করা প্রয়োজন।”

তিনি বলেন, “রাজস্ব বিভাগ যেকোন দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিভাগের একটি। যা ক্ষতিগ্রস্ত হলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষতি সাধিত হয়। এমনপরিস্থিতিতে পানগাঁও কাস্টমস হাউসের সকল কর্মকর্তা কর্মচারীদের অপারেশনাল ইফিসিয়েন্সি বৃদ্ধি করতে হবে।”

তিনি আরও বলেন, ‘আধুনিক বিশ্বে উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে চলার জন্য কার্যক্ষমতা বৃদ্ধির কোন বিকল্প নেই। সবাইকে আইন ও বিধি মেনে চলে কার্যক্রম সম্পাদন করতে হবে।”

ঢাকা/এনএফ/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়