ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অসুস্থ তাসলিমার পাশে দাঁড়াল ‘স্বপ্ন’ পরিবার

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ১১ জুলাই ২০২৫  
অসুস্থ তাসলিমার পাশে দাঁড়াল ‘স্বপ্ন’ পরিবার

নাম তাসলিমা খাতুন। বয়স প্রায় ৫০ বছর। গত ২ জুলাই তাসলিমাকে খুলনার সোনাডাঙ্গা ‘স্বপ্ন’ আউটলেটের সামনে শুয়ে থাকতে দেখা যায়। ওই আউটলেটের স্বপ্নযোদ্ধারা (দায়িত্বরত কর্মীরা) দেখতে পান তিনি অনেক অসুস্থ এবং মাথায় আঘাত পেয়েছেন। এরপর স্বপ্নকর্মীরা তাকে জুস ও খাবার দেন।

দেখা যায়, তার মাথার ক্ষত জায়গাটা শুকানোর পর পোকার মতো হয়ে যাচ্ছে এবং শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে।

স্বপ্নর ক্রাইসিস ম্যানেজমেন্ট, রিকভারি এবং কমপ্লাইন্স এর হেড অব অ্যাডমিনিস্ট্রেশন মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, “বিষয়টি আমার দৃষ্টিতে আসার সঙ্গে সঙ্গে আমি আমাদের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির স্যারের সঙ্গে আলাপ করি। এরপর তার নির্দেশ অনুযায়ী ওই বয়োজ্যেষ্ঠ নারীর দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করি। সেই সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক স্যারের নির্দেশনায় স্বপ্ন’র করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান ড. সোহেল মঈনউদ্দিন শৈবাল সেখানে উপস্থিত হন।

তাসলিমাকে হাসপাতালে ভর্তির বিষয়ে সহযোগিতা করার জন্য পুলিশ ও ফায়ার সার্ভিসের যেসব কর্মকর্তা সহযোগিতা করেছেন তাদের প্রতি স্বপ্ন কৃতজ্ঞতা প্রকাশ করছে। আমরা অসহায় মানুষের পাশে আছি, থাকব, এই আমাদের প্রত্যয়।”

স্বপ্নর ম্যানেজিং ডিরেক্টর সাব্বির হাসান নাসির বলেন, “আমরা স্বপ্নযোদ্ধারা আমাদের সাধ্য অনুযায়ী যেকোনো দুঃস্বপ্নের বিরুদ্ধে যুদ্ধ করে যাই। একজন মা পরিবারের, সমাজের কেন্দ্র। আমি আইন প্রয়োগকারী সংস্থাকে ধন্যবাদ জানাই আমাদের পাশে থেকে এই দুস্থ মা-এর পাশে দাঁড়ানোর জন্য। খুঁজে দেখা প্রয়োজন কে তার মাথায় আঘাত করল। আশা করি আইন প্রয়োগকারী সংস্থা বিষয়টি খতিয়ে দেখবেন।”

উল্লেখ্য, ৪ জুলাই থেকে খুলনায় চিকিৎসা সেবা পাচ্ছেন তাসলিমা খাতুন।
 

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়