যুক্তরাষ্ট্রে উচ্চ মানের পণ্য রপ্তানি করবে মুন্নু সিরামিক
পুঁজিবাজারে সিরামিক খাতে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ যুক্তরাষ্ট্রে সিরামিক পণ্য রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বের অন্যতম প্রিমিয়াম টেবিলওয়্যার ব্র্যান্ড যুক্তরাষ্ট্রের লেনক্স কর্পোরেশন মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে পণ্য কিনে ওই দেশের বাজারে বিক্রি করবে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ। চুক্তির আওতায় মুন্নু সিরামিক যুক্তরাষ্ট্রে সরবরাহ করবে উচ্চ মানের পোর্সেলিন ও বোন চায়না ডিনারওয়্যার।
মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (১৪ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর ধানমন্ডিতে এইচআরকে লিগ্যাসি ভবনে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠকে এ চুক্তির অনুমোদন দেওয়া হয়।
চুক্তির আওতায় মুন্নু সিরামিক যুক্তরাষ্ট্রের বাজারে লেনক্স কর্পোরেশনের এক্সক্লুসিভ ভেন্ডার হিসেবে উচ্চ মানের বোন চায়না ও পোর্সেলিন ডিনারওয়্যার সরবরাহ করবে। মাসে প্রায় ২০ লাখ পিস ডিনারওয়্যার উৎপাদনের সক্ষমতা নিয়ে কাজ শুরু করবে কোম্পানিটি।
মুন্নুর উন্নত মানের উৎপাদন প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, বিশেষ করে, মার্কিন ফেডারেল মানদণ্ড অনুসারে। লেনক্সের নান্দনিকতা, উদ্ভাবন ও গুণগত মানের সঙ্গে সমন্বয়ে এটি নতুন উচ্চতায় পৌঁছাবে। লেনক্সের কৌশলগত সুফল হবে একটি নির্ভরযোগ্য, বর্ধনযোগ্য ও ব্যয় সাশ্রয়ী সাপ্লাই চেইন গঠন, যা তাদের মান ও উদ্ভাবনের প্রতিশ্রুতিকে আরো শক্তিশালী করবে। এই কৌশলগত অংশীদারত্ব কোম্পানির রপ্তানি আয় বৃদ্ধির মাধ্যমে আর্থিক অবস্থান মজবুত করবে, বৈদেশিক মুদ্রা অর্জন বাড়াবে এবং দীর্ঘ মেয়াদে ব্যবসায়িক সম্প্রসারণ ও শেয়ারহোল্ডারদের মুনাফা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে মনে করে কোম্পানি কর্তৃপক্ষ।
ঢাকা/এনটি/রফিক