ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অপসারণ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলীকে অপসারণ করা হয়েছে। বিভিন্ন অনিয়মে সম্পৃক্ততা পাওয়ায় তাকে ব্যাংকটির এমডি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলীর অব্যাহতিপত্রে অনাপত্তি দিয়ে ব্যাংকটিকে চিঠি দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
ঋণ বিতরণে নানা অনিয়ম, বেনামি ঋণ বিতরণ, যাকাত ফান্ডের অপব্যবহারসহ নানা অভিযোগ ওঠে সৈয়দ ওয়াসেক মো. আলীর বিরুদ্ধে। এসব অভিযোগের তদন্তেও তার সম্পৃক্ততা পাওয়া যায়। এসব কারণে তাকে সম্প্রতি ৩ মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠায় ব্যাংকটির পর্ষদ।
অপরদিকে, গত জুন মাসে ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিচালনা পর্ষদ তাকে এমডির পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য সুপারিশ করে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দেয়। তাদের সুপারিশের ভিত্তিতে সৈয়দ ওয়াসেক মো. আলীকে ব্যাংকটির এমডি পদ থেকে অব্যাহতির অনাপত্তি অনুমোদন করে বাংলাদেশ ব্যাংক।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত বছর ১ সেপ্টেম্বর ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নানকে। ২০১৭ সালে এস আলম ইসলামী ব্যাংক দখলের সময় আব্দুল মান্নানকে জোরপূর্বক তুলে নিয়ে পদত্যাগ করায়।
ঢাকা/নাজমুল/মেহেদী