ঢাকা     সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কমিউনিটি ব্যাংকের টিডিএফ রিফাইন্যান্সিং চুক্তি

প্রেস বিজ্ঞপ্তি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ১৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ০৯:৩০, ১৯ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কমিউনিটি ব্যাংকের টিডিএফ রিফাইন্যান্সিং চুক্তি

প্রযুক্তি উন্নয়ন, উদ্ভাবন এবং টেকসই শিল্পায়নে স্বল্পসুদে দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে টেকনোলজি ডেভেলপমেন্ট ফান্ড (টিডিএফ) রিফাইন্যান্সিং স্কিমের আওতায় একটি পার্টিসিপেটরি এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

রবিবার (১৮ জানুয়ারি) এ চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে স্বাক্ষরিত এই চুক্তির ফলে রপ্তানিমুখী এবং আমদানি বিকল্প শিল্পখাতের উদ্যোক্তারা বিশেষভাবে উপকৃত হবেন। টিডিএফ স্কিমের আওতায় যোগ্য শিল্পপ্রতিষ্ঠানগুলো অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ সুবিধা গ্রহণ করতে পারবে, যা শিল্পখাতে প্রযুক্তির আধুনিকায়ন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিভিশনে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর ও বিনিময় করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আবু আলম মহসীন, যুগ্ম পরিচালক সজীব কুমার দাস এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অব এসএমই হোসেন-আল-সাফীর চৌধুরী, হেড অব এগ্রি শরিফ হাসান মামুনসহ বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়