ঢাকা     বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সূচকের পতনে সপ্তাহ শেষ, কমেছে লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ২৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৬:১৫, ২৯ জানুয়ারি ২০২৬
সূচকের পতনে সপ্তাহ শেষ, কমেছে লেনদেন

সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষ দিকে তা পতনে রূপ নেয়। একইভাবে বৃহস্পতিবার সকালে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই ও সিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। তবে লেনদেন শুরুর ৫০ মিনিটের মাথায় সূচক পতনমুখী অস্থানে চলে আসে। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সূচকের পতনমুখী প্রবণতা অব্যাহত ছিল।

আরো পড়ুন:

ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০.০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৫৪ পয়েন্টে। ডিএসই শরিয়াসূচক ৪.৩৭ পয়েন্ট কমে ১ হাজার ৩৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭.০৫ পয়েন্ট কমে ১ হাজার ৯৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৯২টি কোম্পানির, কমেছে ২৪৩টির এবং অপরিবর্তিত আছে ৫৮টির।

এ দিন ডিএসইতে মোট ৫৫০ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৩৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ২৫.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৯৬৪ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৩৬.৭১ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৬৯ পয়েন্টে, শরিয়াসূচক ১.৯০ পয়েন্ট কমে ৮৮০ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৬৪.০৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৮০ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৬৩টি কোম্পানির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত আছে ২৪টির।

এ দিন সিএসইতে ৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
 

ঢাকা/এনটি/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়