ঢাকা     বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুক্তরাজ্যের বাজারে রেনাটার নতুন ওষুধ ইসোমিপ্রাজল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ২৯ জানুয়ারি ২০২৬  
যুক্তরাজ্যের বাজারে রেনাটার নতুন ওষুধ ইসোমিপ্রাজল

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা পিএলসি যুক্তরাজ্যের বাজারে নতুন সাফল্য অর্জন করেছে। কোম্পানিটি যুক্তরাজ্যের বাজারে গ্যাস্ট্রো-রেজিস্ট্যান্ট ট্যাবলেটের জন্য মার্কেটিং অথরাইজেশন (এমএ) পেয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

রেনাটা পিএলসি জানিয়েছে, যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা মেডিসিন অ্যান্ড হেল্থকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) থেকে ইসোমিপ্রাজল ২০ মিলিগ্রাম ও ৪০ মিলিগ্রাম গ্যাস্ট্রো-রেজিস্ট্যান্ট ট্যাবলেটের জন্য মার্কেটিং অথরাইজেশন পেয়েছে। এই অনুমোদনের মাধ্যমে রেনাটার উল্লিখিত পণ্য দুটি যুক্তরাজ্যের বাজারে বিপণনের সুযোগ সৃষ্টি হলো। যুক্তরাজ্য বিশ্বের অন্যতম কঠোরভাবে নিয়ন্ত্রিত ফার্মাসিউটিক্যাল বাজার হিসেবে পরিচিত।

কোম্পানি কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে, এই অনুমোদন আন্তর্জাতিক বাজারে রেনাটার অবস্থান আরো সুদৃঢ় করবে এবং রপ্তানি আয়ে ইতিবাচক প্রভাব ফেলবে।

রেনাটা পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৭৯ সালে। ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির পরিশোধিত মূলধন ১১৪ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা। সেই হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ৪৯০টি। 

২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তাদের হাতে ৫১.২৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২২.০৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ১৮.৭২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৭.৯৫ শতাংশ শেয়ার রয়েছে।
 

ঢাকা/এনটি/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়