সাফকো স্পিনিংয়ের এজিএমের তারিখ পরিবর্তন
পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। এজিএমের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ ডিসেম্বর।
সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সাফকো স্পিনিং মিলস তাদের ৩১তম বার্ষিক সাধারণ সভা স্থগিত করার ঘোষণা দিয়েছে। অনিবার্য কারণে সভার পূর্ব নির্ধারিত সময়সূচি পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
কোম্পানিটি জানিয়েছে, চলতি বছরের ১৩ নভেম্বর পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী ৮ ডিসেম্বর সকাল ১১টা ৩০ মিনিটে এজিএম হওয়ার কথা ছিল। এখন তা ২৪ ডিসেম্বর সকাল ১১টা ৩০ মিনিটে হবে। সভাটি হবে হাইব্রিড পদ্ধতিতে, এতে শেয়ারহোল্ডাররা অনলাইন ও সরাসরি উপস্থিত—উভয়ভাবেই অংশ নিতে পারবেন।
কোম্পানি আরো জানিয়েছে, অনিবার্য পরিস্থিতির কারণেই তারিখ পরিবর্তন করতে হয়েছে এবং শেয়ারহোল্ডারদের সুবিধার্থে বিষয়টি আগেই জানিয়ে দেওয়া হয়েছে।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সাফকো স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সাফকো স্পিনিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৭.৫২) টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (১২.৯৭) টাকা।
সর্বশেষ বছরে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ০.২৮ টাকা। আগের বছরের একই সময়ে ঋণাত্মক শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ১.৫৬ টাকা।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (৪.৫০) টাকা।
ঢাকা/এনটি/রফিক