ঢাকা     বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গৃহ ঋণের ৭০ শতাংশ দেবে ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ৭ জানুয়ারি ২০২৬  
গৃহ ঋণের ৭০ শতাংশ দেবে ব্যাংক

বাড়ি বা ফ্ল্যাটের মোট মূল্যের সর্বোচ্চ ৭০ শতাংশ ব্যাংক ঋণ হিসেবে দিতে পারবে ব্যাংক। বাকি ৩০ শতাংশ অর্থ গ্রাহকদের নিজের দিতে হবে। গৃহ ঋণে সর্বোচ্চ ৪ কোটি টাকা দিতে পারবে ভালো অবস্থানে থাকা ব্যাংকগুলো। 

গৃহঋণ নীতিমালা সহজ ও হালনাগাদ করে মঙ্গলবার (৬ জানুয়ারি) এ সংক্রান্ত এক নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আরো পড়ুন:

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংকের গৃহঋণে খেলাপি ঋণ ৫ শতাংশ বা তার কম হলে একজন গ্রাহক সর্বোচ্চ ৪ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। খেলাপি ঋণ ৫ শতাংশের বেশি কিন্তু ১০ শতাংশের মধ্যে হলে সর্বোচ্চ ঋণসীমা হবে ৩ কোটি টাকা।আর খেলাপি ঋণ ১০ শতাংশের বেশি হলে সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত গৃহঋণ দেওয়া যাবে।

নতুন নীতিতে আরো বলা হয়েছে, বাড়ি বা ফ্ল্যাটের মোট মূল্যের সর্বোচ্চ ৭০ শতাংশ ব্যাংক ঋণ হিসেবে দেওয়া যাবে। বাকি ৩০ শতাংশ অর্থ গ্রাহককে নিজে দিতে হবে। পাশাপাশি ঋণ দেওয়ার আগে ব্যাংককে নিশ্চিত হতে হবে যে, গ্রাহকের পর্যাপ্ত আয় আছে এবং তিনি নিয়মিত কিস্তি পরিশোধ করতে পারবেন।

এ সম্পর্কে আগের যেসব সার্কুলার ছিল সেগুলো বাতিল করে এই নতুন নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয়।

ঢাকা/নাজমুল /ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়