ঢাকা     বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সৌর প্রকল্পে বিনিয়োগ করবে প্যারামাউন্ট টেক্সটাইল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ৭ জানুয়ারি ২০২৬  
সৌর প্রকল্পে বিনিয়োগ করবে প্যারামাউন্ট টেক্সটাইল

বাংলাদেশের বস্ত্র খাতের পরিচিত নাম প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি এবার নতুন এক পথে হাঁটছে। পোশাক ও টেক্সটাইল ব্যবসার বাইরে নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। এ কোম্পানি এবার সহযোগী প্রতিষ্ঠান প্যারামাউন্ট হোল্ডিংসের সঙ্গে যৌথভাবে ২৯৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চারটি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কার্যাদেশ পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সম্প্রতি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) থেকে এ কার্যাদেশ দেওয়া হয়েছে। কার্যাদেশ পাওয়ার ২৮ দিনের মধ্যে বিপিডিবির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) স্বাক্ষর করতে হবে। চুক্তি স্বাক্ষরের পর দুই বছরের মধ্যে চারটি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এই প্রকল্পে মোট বিনিয়োগ ধরা হয়েছে প্রায় ২৬৮ মিলিয়ন ডলার। এর মধ্যে ৭০ শতাংশ ব্যাংক ঋণ এবং বাকি ৩০ শতাংশ ইক্যুইটির মাধ্যমে অর্থায়ন করা হবে। ২০ বছর মেয়াদে এসব কেন্দ্র থেকে বছরে প্রায় ৫১৩ কোটি টাকা আয় হওয়ার সম্ভাবনা আছে।

চারটি সৌর বিদ্যুৎকেন্দ্রের মধ্যে দুটি পাবনা এবং দুটি মৌলভীবাজার জেলায় নির্মাণ করা হবে। মোট ২৯৫ মেগাওয়াটের মধ্যে প্যারামাউন্ট টেক্সটাইলের মালিকানায় থাকবে ১৭৬ মেগাওয়াট।

বিদ্যুৎ খাত সংশ্লিষ্টদের মতে, এ বিনিয়োগ শুধু প্যারামাউন্ট টেক্সটাইলের জন্য নয়, দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্যও ইতিবাচক বার্তা। টেক্সটাইলের গণ্ডি পেরিয়ে সবুজ জ্বালানিতে পা রাখার এই উদ্যোগ কোম্পানিটিকে ভবিষ্যতে আরো শক্ত অবস্থানে নিয়ে যেতে পারে।

ঢাকা/এনটি/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়