ঢাকা     বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এনভয় টেক্সটাইলসের করপোরেট পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ২৮ জানুয়ারি ২০২৬  
এনভয় টেক্সটাইলসের করপোরেট পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেডের করপোরেট পরিচালক পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

তথ্য মতে, এনভয় টেক্সটাইলস লিমিটেডের কর্পোরেট পরিচালক এপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। কোম্পানিটি এনভয় টেক্সটাইলসের ২ লাখ ২২ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।

ডিএসইর পাবলিক মার্কেটে থেকে এই করপোরেট পরিচালক শেয়ার ক্রয় করেছে। এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর এনভয় টেক্সটাইলস লিমিটেডের করপোরেট পরিচালক ২ লাখ ২২ হাজার শেয়ার ক্রয় করার আগ্রহ প্রকাশ করেন।

এনভয় টেক্সটাইলস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১২ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৬৭ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা। সেহিসেবে মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ৭৬৭টি। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের কাছে ৬৫.১৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১.৮৪, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.১২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১২.৮৬ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়