ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরকারের দায়িত্বশীলদের সংযত হওয়ার আহ্বান

ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৭, ২ নভেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সরকারের দায়িত্বশীলদের সংযত হওয়ার আহ্বান

ঢাবি প্রতিনিধি : সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের আরো সংযত ও পুলিশকে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা।

 

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্রকাশক ফয়সল আরেফিন দীপনের হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশ থেকে এ আহ্বান জানান বিশিষ্টজনেরা।

 

সমাবেশে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মেসবাহ কামাল, অধ্যাপক ড. মুনতাসির মামুন, অধ্যাপক ড. তানজীম উদ্দিন খান, ড. রফিকুল্লাহ খান, ড. হাবিবা রহমান, অধ্যাপক ড. মফিজুর রহমান, ড. মিজানুর রহমান, ডা. ইমরান এইচ সরকার প্রমুখ।

 

বক্তারা বলেন, ‘দীপনের বাবা বিচার চান না, এর মাধ্যমে তার অন্তরের ক্ষোভ প্রকাশ করেছেন। অথচ সরকারের দায়িত্বশীলরা এটি নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন। এটি অত্যন্ত লজ্জাজনক। দীপনের বাবা বিচার চান না, তার স্ত্রী বিচার চান না কিন্তু আমরা বিচার চাই। প্রকৃত খুনিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’

 

তারা আরো বলেন, দেশের একের পর এক খুন হচ্ছে। তবুও রাষ্ট্রের দায়িত্বশীলরা বলছেন- আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। দুই একজন ধরা পড়লেও তাদের কোনো বিচার হচ্ছে না। এমন বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকলে দেশ গোল্লায় যাবে।

 

তারা বলেন, সরকারের দায়িত্বশীলদের উল্টাপাল্টা কথা খুনিদের আরো উৎসাহিত করছে। পুলিশ ভুলে গেছে তাদের কাজ কি। এভাবে কোন রাষ্ট্র চলতে পারে না। অবিলম্বে খুনিদের গ্রেফতার করতে হবে।

 

সমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মাহমুদুল হক। কর্মসূচির মধ্যে রয়েছে- আগামীকাল বেলা ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন। এদিন দুপুর ১২টায় একই জায়গায় বিক্ষোভ সমাবেশ।

 

 


রাইজিংবিডি/ঢাকা/২ নভেম্বর ২০১৫/ইয়ামিন/উজ্জল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়