রাজশাহী শিক্ষা বোর্ডের সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠান
তানজিমুল || রাইজিংবিডি.কম
রাজশাহীর সরকারি ল্যাবরেটরি হাইস্কুলের শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী, ২৯ ডিসেম্বর : রাজশাহী শিক্ষা বোর্ডে এ বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় সেরা ২০ স্কুলের তালিকায় বগুড়ার স্কুলগুলোর জয়জয়কার।
গত বছরের রাজশাহীর কর্তৃত্ব সরিয়ে শীর্ষ ৫ দখলে রেখেছে এ জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সেরা ২০-এ বগুড়া জেলার আছে ৮টি প্রতিষ্ঠান। এছাড়া রাজশাহীর ৬টি, পাবনার ৩টি, সিরাজগঞ্জের ২টি, জয়পুরহাটের একটি ও নওগাঁর একটি প্রতিষ্ঠান স্থান পেয়েছে সেরা ২০-এ।
এর মধ্যে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ ও রাজশাহী ক্যাডেট কলেজ যৌথভাবে নবম হয়েছে। শীর্ষ ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পর্যায়ক্রমে রয়েছে- বগুড়ার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া জিলা স্কুল, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বিয়াম মডেল স্কুল ও কলেজ, আর্মড ব্যাটালিয়ন পাবলিক হাইস্কুল, রাজশাহীর সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী সরকারি বালিকা বিদ্যালয়, পাবনার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী ক্যাডেট কলেজ, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ, সিরাজগঞ্জ সরকারি বিএল হাইস্কুল, পাবনা ক্যাডেট কলেজ, রাজশাহী কলেজিয়েট স্কুল, বগুড়া বিএম ল্যাবরেটরি স্কুল, সিরাজগঞ্জের মোমেনা আলী বিজ্ঞান স্কুল, রাজশাহীর সরকারি ল্যাবরেটরি হাইস্কুল, রাজশাহীর সরদহ সরকারি পাইলট হাইস্কুল, বগুড়ার পল্লী উন্নয়ন ল্যাবরেটরি একাডেমী স্কুল ও কলেজ, সিরাজগঞ্জের সালেহা ইসাহাক সরকারি হাইস্কুল, পাবনা জিলা স্কুল, বগুড়ার এসওএস হারম্যান মাইনর স্কুল এবং নওগাঁর সরকারি কেডি স্কুল।
রাইজিংবিডি / তানজিমুল / রণজিৎ
রাইজিংবিডি.কম