ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদ্রাসার জেনারেল শিক্ষকরা চান ঈদে শতভাগ উৎসব ভাতা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ১২ জুলাই ২০২১   আপডেট: ১৮:৩৫, ১২ জুলাই ২০২১
মাদ্রাসার জেনারেল শিক্ষকরা চান ঈদে শতভাগ উৎসব ভাতা

আসন্ন ঈদুল আজহাসহ যেকোনো ঈদ উৎসবে শতভাগ ভাতা দাবি করেছেন মাদ্রাসার জেনারেল শিক্ষকদের সংগঠন বাংলাদেশ মাদ্রাসা  জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন।

সোমবার (১২ জুলাই) বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শতভাগ উৎসব ভাতা দাবি করে ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন:

অ্যাসোসিয়েশনের সভাপতি জহির উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে জেলা উপজেলা ও বিভাগীয় শিক্ষক নেতাদের অংশ গ্রহণে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আয়োজনে ভার্চুয়াল এই সভা অনুষ্ঠিত হয়।

সভা পরিরচলানা করেন সংগঠনের মহাসচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন। সভায় নেতারা শিক্ষক-কর্মচারীদেরকে সরকারি নিয়মে বাড়িভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা প্রদান ও শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানান এবং একটি নীতিমালা প্রণয়নের মাধ্যমে বদলি প্রথা চালু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এছাড়া নেতারা জ্যেষ্ঠ প্রভাষক পদ বিলুপ্ত, সিনিয়র শিক্ষক পদ সৃষ্টি ও মাদ্রাসার প্রশাসনিক পদে জেনারেল শিক্ষক নিয়োগেরও জোর দাবি জানান।

সভায় অংশ নিয়ে সংগঠনের সভাপতি জহির উদ্দিন হাওলাদার বলেন, বর্তমান শিক্ষা বান্ধব সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত করেছেন, ৫% ইনক্রিমেন্ট দিয়েছেন, ২০% বৈশাখী ভাতা দিয়েছেন, প্রায় ছয় শতাধিক স্কুল/কলেজ জাতীয়করণ করেছেন এবং ২০১৯-২০ অর্থবছরে ২৭৩০টি নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছেন। এছাড়া করোনা দুর্যোগে নন-এমপিও শিক্ষক-কর্মচারীকে বিশেষ অনুদান দেওয়ার ব্যবস্থা করেছেন। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদও জানান তিনি।

আলোচনা শেষে করোনায় মৃত্যুবরণকারী শিক্ষক-কর্মচারীদের রুহের মাগফিরাত কামনা করে এবং করোনা আক্রান্তদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সহ সভাপতি উপাধ্যক্ষ মুহা. জোহরুল ইসলাম।  

/ইয়ামিন/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়