ঢাকা     রোববার   ১০ ডিসেম্বর ২০২৩ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩০

হলের ছাদ থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ১০:৫৬, ২০ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১০:৫৯, ২০ সেপ্টেম্বর ২০২৩
হলের ছাদ থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) বিজয় ৭১ হলের ছাদ থেকে পড়ে ফিরোজ কাজী (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

ফিরোজ কাজী ঢাবির  চাইনিজ ভাষা ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

বুধবার(২০ সেপ্টেম্বর)  রাত ১টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফিরোজ কাজীকে হাসপাতালে নিয়ে আসা ঢাবি শিক্ষার্থী মাহিম খান বলেন, সে জিয়াউর রহমান হলে থাকতো। আমরা বিজয় ৭১ হলে থাকি। রাতে হঠাৎ করে একটি শব্দ শুনতে পাই। গিয়ে দেখি ফিরোজ কাজী নিচে পড়ে আছে। পরে দ্রুত তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, সে বিজয় ৭১ হলের ছাদ থেকে লাফিয়ে পড়েছে নাকি অসাবধানতাবশত পড়ে গেছে সে বিষয়টি বলতে পারছি না। তার শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন নেই। আমরাও বিষয়টি বুঝতে পারছি না। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি শাহবাগ থানাকে জানিয়েছি।

ঢাকা/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়