ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিক্ষা অধিদপ্তরের ডিজি ফাহিমার বিরুদ্ধে হাইকোর্টের রুল

মেহেদী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৭, ৯ জুলাই ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষা অধিদপ্তরের ডিজি ফাহিমার বিরুদ্ধে হাইকোর্টের রুল

হাইকোর্ট (ছবি : সংগৃহীত)

নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেওয়া হবে তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম মোয়াজ্জেম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আগামী তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তৌফিক ইনাম।

তিনি জানান, ঢাকার ফজলুল হক মহিলা কলেজের গভর্নিং বডি তিনজন শিক্ষককে আইন লংঘন করে নিয়োগ দেয়। কলেজের গভর্নিং বডির ওই সময়ের সভাপতি অপু উকিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে যোগসাজশে ওই তিন অবৈধ শিক্ষকের নাম এমপিও ভুক্ত করেন এবং তাদেরকে অবৈধভাবে সরকারি তহবিল থেকে প্রতিমাসে অর্থ প্রদান করা হয়।

তিনি বলেন, তিন শিক্ষককে বেআইনিভাবে এমপিওভুক্তির বিরুদ্ধে কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলামসহ তিনজন হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন। হাইকোর্ট ওই আবেদনের শুনানি শেষে ২০১৩ সালের ১০ অক্টোবর তিন শিক্ষককে সরকারি তহবিল থেকে অর্থ প্রদান না করতে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেন।

হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করেন মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন। কিন্তু আপিল বিভাগ গত ২৪ এপ্রিল তার আবেদন খারিজ করে দেন। ফলে হাইকোর্টের আদেশ বহাল থাকা সত্ত্বেও ফাহিমা খাতুন আদেশ বাস্তবায়ন না করায় বিষয়টি আদালতের নজরে আনা হলে আদালত আজ এ আদেশ দেন।


রাইজিংবিডি/ঢাকা/৯ জুলাই ২০১৪/মেহেদী/দিলারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়