ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চার দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ চলছে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৩, ১৮ জুলাই ২০২৫   আপডেট: ১৯:৫৪, ১৮ জুলাই ২০২৫
চার দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ চলছে

চার দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ চলছে। ছবি: রাইজিংবিডি

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চার দফা দাবিতে মহাসমাবেশ করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

শুক্রবার (১৮ জুলাই) সকালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। 

আরো পড়ুন:

সমাবেশে শিক্ষক সমিতির সংগঠনটির সভাপতি মো. আবুল কাসেম বলেন, “প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রে আমরা জানতে পেরেছি, রিট করা ৪৫ জন প্রধান শিক্ষকের জন্য দশম গ্রেড বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে।”

তিনি প্রশ্ন তুলে বলেন, “যারা মামলা করেননি, তাদের জন্য কবে দশম গ্রেড বাস্তবায়ন হবে?”

তিনি আরো বলেন, “আমরা চাই দেশের সব প্রধান শিক্ষক যেন সমানভাবে দশম গ্রেড পান। এছাড়া, সহকারী শিক্ষকদের জন্য কনসালটেশন কমিটি ১২তম গ্রেডের প্রস্তাব দিয়েছে, অথচ আমাদের দাবি হচ্ছে ১১তম গ্রেড।”

প্রাথমিক শিক্ষকদের চার দফা দাবি-
১. সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা প্রদান।
২. ২০১৪ সালের ৯ মার্চ থেকে সব প্রধান শিক্ষকের দশম গ্রেডে পদোন্নতির সরকারি আদেশ (জিও) জারি।
৩. চলতি দায়িত্বে থাকা সিনিয়র শিক্ষকদের শতভাগ পদোন্নতি নিশ্চিত করা।
৪. চাকরির ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান।

ঢাকা/রায়হান/সাইফ 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়