ঢাকা     শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লংমার্চ টু সচিবালয়

পুলিশের বাধায় হাইকোর্ট মোড়ে শিক্ষদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৪, ১৪ অক্টোবর ২০২৫   আপডেট: ১৮:৪৬, ১৪ অক্টোবর ২০২৫
পুলিশের বাধায় হাইকোর্ট মোড়ে শিক্ষদের অবস্থান

বাড়ি ভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবি আদায়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরুর পরপরই পুলিশের বাধার মুখে পড়েছে। ব্যারিকেড দিয়ে রাস্তায় আটকে দেওয়া হয়েছে তাদের।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের লংমার্চ হাইকোর্ট মোড়ে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়।

আরো পড়ুন:

এ সময় এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা হাইকোর্ট মোড়ে অবস্থান নিয়ে "বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া, দিতে হবে দিয়ে দাও', 'অবিলম্বে প্রজ্ঞাপন, দিতে হবে দিয়ে দাও', '১৫০০ টাকা চিকিৎসা ভাতা, দিতে হবে দিয়ে দাও' শিক্ষকদের ওপর হামলা কেন, বিচার চাই করতে হবে,’ ইত্যাদি স্লোগান দেন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের তিনি দফা দাবি হলো: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান করতে হবে।

ঢাকা/রায়হান/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়