সিলেট সরকারি মহিলা কলেজের ৭৫ বছর পূর্তি
বদর উদ্দিন আহমদ || রাইজিংবিডি.কম
বক্তব্য দিচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেট সরকারি মহিলা কলেজের ৭৫ বছর পূর্তি উৎসবের দ্বিতীয় দিন শনিবার সকাল সাড়ে ৯টায় যোগ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী ছাড়াও সেখানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস ও কেয়া চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ বিশিষ্ট ব্যক্তিরা যোগ দিয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন কলেজ অধ্যক্ষ নজরুল হক চৌধুরী। অনুষ্ঠানে অর্থমন্ত্রী স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত প্রাক্তন শিক্ষক ও ছাত্রীদের স্মৃতিচারণ ও সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
২১ ডিসেম্বর অনুষ্ঠানের মধ্যে রয়েছে সেমিনার ও কৃতি নারী সম্মামনা। সকাল ৯টায় সেমিনার ও কৃতি নারী সম্মামনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন রাশেদা কে চৌধুরী। অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকাল ১১টায় স্মৃতিচারণ, বেলা ২টায় বৃক্ষরোপণ, রক্তদান কর্মসূচি ও খেলাধুলা। পরে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
রাইজিংবিডি/সিলেট/২০ ডিসেম্বর ২০১৪/বদর উদ্দিন আহমদ/রণজিৎ
রাইজিংবিডি.কম