RisingBD Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১০ ১৪২৭ ||  ০৭ রবিউস সানি ১৪৪২

রোমান্স করবেন সালমান-কাজল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪১, ১৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোমান্স করবেন সালমান-কাজল

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী দুলকার সালমান ও কাজল আগরওয়াল। এবার পর্দায় জুটি বেঁধে রোমান্স করবেন তারা।

তামিল ভাষার একটি সিনেমায় অভিনয় করবেন দুলকার সালমান-কাজল। যদিও নির্মাতারা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। তবে সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে এই তথ্য জানিয়েছেন কাজল। পাশাপাশি নতুন একটি ওয়েবসিরিজে অভিনয় করবেন বলেও জানান এই অভিনেত্রী।

বালাজি মোহনের বায়াই মুদি পেসাবাম সিনেমার মাধ্যমে দুলকার সালমানের তামিল ভাষার সিনেমায় অভিষেক হয়। ২০১৪ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় তিনি নাজরিয়া নাজিম ও মধুর সঙ্গে অভিনয় করেন। এরপর তামিল ভাষার কাদাল কানমানি, সোলো, নাদিগাইয়ার থিলাগম সিনেমায় অভিনয় করেন এই অভিনেতা। মুক্তির অপেক্ষায় আছে তার কান্নুম কান্নুম কোলাইয়াদিতাল সিনেমাটি।

অন্যদিকে বর্তমানে একাধিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত কাজল আগরওয়াল। জন আব্রাহামের সঙ্গে হিন্দি ভাষার মুম্বাই সাগা সিনেমায় অভিনয় করছেন তিনি। এছাড়া কমল হাসানের সঙ্গে ইন্ডিয়ান-টু সিনেমায় দেখা যাবে।ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়