ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বৈষম্যমূলক বিজ্ঞাপন বিতর্কে মুখ খুললেন হেমা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৯, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বৈষম্যমূলক বিজ্ঞাপন বিতর্কে মুখ খুললেন হেমা

করোনা মহামারির কারণে আতঙ্কে মানুষ। পরিষ্কার পরিচ্ছন্ন ও সচেতনতা এই ভাইরাস থেকে নিরাপদ থাকার উপায়।

সম্প্রতি ভারতের একটি প্রসিদ্ধ রুটি এবং পাউরুটি তৈরির মেশিনের বিজ্ঞাপনে বলা হয়, ‘পরিচারিকাকে আটা মাখাতে দেবেন! কে জানে, তার হাতে সংক্রমণ রয়েছে কি না!’

প্রকাশের পর থেকেই বিজ্ঞাপনটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এতে সামাজিক শ্রেণী বৈষম্য স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী ও সাংসদ হেমা মালিনী। কারণ দীর্ঘদিন ধরে ব্যান্ডটিরর অ্যাম্বাসেডর এই অভিনেত্রী।

তবে এ প্রসঙ্গে মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক বিবৃতিতে হেমা মালিনী জানান, বিজ্ঞাপনে যে বিষয়টি দেখানো হয়েছে তিনি এই ধরনের ধারণা পোষণ করেন না এবং এটি মোটেও উচিত হয়নি। এছাড়া তিনি কোনো নির্দিষ্ট শ্রেণির মানুষের নন। সমাজের সবাইকে তিনি সম্মান করেন এবং সবস্তরের মানুষ পাশে রয়েছেন।

জানা গেছে, বিতর্কের কারণে ওই বিজ্ঞাপন সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া বিজ্ঞাপনটির জন্য প্রতিষ্ঠানের প্রধান ইতোমধ্যে ক্ষমাও চেয়েছেন।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ