ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন মিউজিক ভিডিও নিয়ে অন্তু করিম

আমিনুল ই শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ২ জানুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নতুন মিউজিক ভিডিও নিয়ে অন্তু করিম

নতুন মিউজিক ভিডিওর দৃশ্যে অন্তু ও মল্লিকা

আমিনুল ই শান্ত : নতুন মিউজিক ভিডিও নিয়ে আবারো হাজির হচ্ছেন ‘একজীবন’ খ্যাত জনপ্রিয় মডেল, অভিনেতা অন্তু করিম। সম্প্রতি ‘বল না তুই বল না’ শিরোনামের একটি গানের মডেল হয়েছেন এ অভিনেতা। এতে অন্তুর বিপরীতে দেখা যাবে মল্লিকাকে।

স্নেহাশিষ ঘোষের কথায় এ গানটির সুর করেছেন মুহাম্মদ মিলন। এ গানের সংগীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন এসডি সাগর। এসডি সাগরের গাওয়া রোমান্টিক ঘরানার এ গানের চিত্রধারণের কাজ হয়েছে সিলেটের বিভিন্ন লোকেশনে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

মিউজিক ভিডিও প্রসঙ্গে রাইজিংবিডিকে অন্তু করিম বলেন, ‘এতদিন যে সব মিউজিক ভিডিওর কাজ করেছি। এ সবই ছিল গল্প নির্ভর। বল না তুই বল না শিরোনামের এ গানের ভিডিওটি গ্ল্যামার নির্ভর।’

তিনি আরো বলেন, ‘গানটিতে কণ্ঠ দিয়েছেন সাগর। খুবই প্রতিভাবান একজন কণ্ঠশিল্পী। গানটি ওনি খুব ভালো গেয়েছেন। ওনাকে আমার খুব সম্ভাবনাময় শিল্পী মনে হয়েছে। সব মিলিয়ে কাজটি ভালো হয়েছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’

খুব শিগগিরই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে গানটি প্রচার শুরু হবে বলেও জানিয়েছেন অন্তু করিম।

এর আগে শহিদ শুভমিতার গাওয়া একজীবন, একজীবন ২ শিরোনামের গানের মডেল হিসেবে কাজ করেন তিনি। এ ছাড়াও হাবিব ওয়াহিদের- পরাণ পাখি, নীলার- মনে মনে, জনি ও মোহনার- তুমি আমার, শহিদ ও ফাহমিদা নবীর কেউ জানে না শিরোনামের গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যায় অন্তুকে।  

তা ছাড়াও বাংলালিংক, ক্লোজআপ কাছে আসার গল্প, রবি ইত্যাদি টিভিসির বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। পাশাপাশি নাটক ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন এ অভিনেতা।

 


রাইজিংবিডি/ঢাকা/২ জানুয়ারি ২০১৬/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়