ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

আরিফিন শুভ সংবাদ

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ৮ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আরিফিন শুভ সংবাদ

রাহাত সাইফুল : চলচ্চিত্র বর্তমানে ভাঙা-গড়ার মধ্য দিয়ে যাচ্ছে। তবে গড়ার তুলনায় ভাঙছে বেশি। নির্মাতাদের মুখে প্রায়ই শোনা যায়-‘শিল্পী নেই, কাকে নিয়ে কাজ করবো?’ ওদিকে চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হয়েছেন এমন নায়ক-নায়িকারাও বেকার। তারপরও নির্মাতারা শিল্পী খুঁজে পাচ্ছেন না! নির্মাতারা এক বাক্যে বলে দেন, ‘বর্তমানে কারো সিনেমাই চলছে না। তাছাড়া শিল্পীরা যে পরিমাণ পারিশ্রমিক আর কন্ডিশন দেন তাতে কাজ করার সুযোগ থাকে না!’ নির্মাতাদের এমন হতাশাজনক মন্তব্যে যথেষ্ট যুক্তিও খুঁজে পাওয়া যায়।

কাজবিহীন অলস সময় পার করছেন এমন শিল্পীর তালিকায় শীর্ষে রয়েছেন আরিফিন শুভ। চলতি বছর নতুন কোনো সিনেমায় তাকে কাজ শুরু করতে দেখা যায়নি। তবে এ বছর তার একাধিক সিনেমা মুক্তি পেয়েছে। সবগুলো সিনেমাই ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণেই হয়তো নতুন সিনেমায় শুভকে নিতে আগ্রহ প্রকাশ করছেন না প্রযোজক ও নির্মাতারা।

গত বছরের শেষের দিকে মুক্তি পায় ‘ঢাকা অ্যাটাক’। এই সিনেমায় আরিফিন শুভ ও মাহি জুটি বেঁধে অভিনয় করেন। দীপঙ্কর দীপন পরিচালিত এই সিনেমা প্রশংসিত হয়। চলচ্চিত্র সংশ্লিষ্টদের অভিযোগ- এরপর থেকেই শুভ নিজেকে শাকিব খানের পরেই তার স্থান এমন ভাবতে শুরু করেন। যে কারণে তিনি পারিশ্রমিক বাড়িয়ে দেন। চলচ্চিত্র পাড়ায় এ ধরনের কথা শোনা যায়। ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন খল অভিনেতা তাসকিন। সিনেমাটিতে তাসকিন ও এবিএম সুমনের অভিনয় প্রসংশা কুড়িয়েছে। অন্য দিকে শুভকে নিয়ে কোনো আলোচনা ছিলো না।

এর আগে মুক্তি পায় ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি’। এ সিনেমাতেও শুভ-মাহি জুটি বেঁধে অভিনয় করেন। সিনেমাটি দারুণ সারা ফেলে দর্শক মনে। লেডি অ্যাকশন এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন মাহি। ফলে প্রশংসায় মাহি ভাসলেও প্রশংসা কুড়াতে পারেননি শুভ।

এদিকে চলতি বছর শুভ অভিনীত ‘ভালো থেকো’ সিনেমাটি মুক্তি পায়। নির্মাতাকে ছাড়াই সিনেমার গানের শুটিং করা হয়েছে এমন অভিযোগ সমালোচনার জন্ম দেয়। গুণী নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত এই সিনেমায় শুভ’র বিপরীতে অভিনয় করেন তানহা তাসনিয়া। সিনেমাটি ব্যবসা সফল হয়নি। শুভ’র পরবর্তী সিনেমা ‘একটি সিনেমার গল্প’। আলমগীর পরিচালিত এই সিনেমার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। ফলে ২০১৮ সালে শুভ অভিনীত কোনো সিনেমাই দর্শক হৃদয়ে স্থান করে নিতে পারেনি।

কিছুদিন আগে ‘জ্যাম’ ও ‘সাপলুডু’ সিনেমায় শুভ অভিনয় করছেন বলে শোনা যায়। তবে খোঁজ নিয়ে জানা গেছে এখনও এই সিনেমার শুটিং শুরু হয়নি। মডেলিং ও ছোটপর্দার মাধ্যমে শুভ’র অভিনয় যাত্রা শুরু। চলচ্চিত্র নির্মাতা খিজির হায়াত খানের ‘জাগো’ সিনেমায় তার চলচ্চিত্রে হাতেখড়ি। প্রথম সিনেমায় সাফল্য পাননি তিনি। এরপর জনপ্রিয় নির্মাতা দেবাশীষ বিশ্বাসের ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমায় তিনি আইরিনের সঙ্গে জুটি বাঁধেন। সিনেমাটির গান আলোচিত হলেও চিত্র সমালোচকগণ শুভর দুর্বল অভিনয় নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন। এর বাইরেও আরিফিন শুভ অভিনীত ‘ওয়ার্নিং, ‘কিস্তীমাত’, ‘মুসাফির’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘অস্তিত্ব’, ‘নিয়তি’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’ সিনেমাগুলো মুক্তি পেয়েছে। এর মধ্যে আলোচনায় ছিলো ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমার একটি গান। এ প্রসঙ্গে জানতে চাইলে আরিফিন শুভ বলেন, ‘‘বছরে দশটা মানহীন ছবির চেয়ে একটি মানসম্মত ছবি করতে চাই। বর্তমানে ‘সাপলুডু’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি চলছে।  কিছুদিনের মধ্যেই টেকনাফে এই সিনেমার শুটিং শুরু হবে।’’

পারিশ্রমিক প্রসঙ্গে শুভ বলেন, ‘গল্প ও আয়োজন সব কিছু ঠিক থাকলেই সিনেমায় কাজ করি। তবে পারিশ্রমিকের জন্য সিনেমার কাজ করিনি এমন কখনও ঘটেনি। নামে মাত্র সিনেমা না করে ভালো কাজ কম হলেও করতে রাজি আছি।’ দেশীয় এক নির্মাতা সম্প্রতি আরিফিন শুভকে নিয়ে কাজ করার পরিকল্পনা করেও ফিরে এসেছেন বলে রাইজিংবিডিকে জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এই নির্মাতা বলেন, ‘শুভকে নিয়ে কাজ করতে চেয়েছিলাম। কয়েকবার তার সঙ্গে দেখা করে গল্প শুনিয়েছি। কিন্তু সে বারবার গল্পের মধ্যে ইন্টারফেয়ার করে। শুটিং থেকে শুরু করে সব কিছু নিজের মতো করতে চায়। তাই তাকে নিয়ে আর কাজ করা হয়নি।’

দেশের জনপ্রিয় নির্মাতা শাহীন সুমন। তিনি ইতিমধ্যেই শাকিব খানকে নিয়ে ২২টি সিনেমা নির্মাণ করেছেন। অধিকাংশ সিনেমা ব্যবসায়িকভাবে সফল হয়েছে। তিনি সম্প্রতি শুভকে নিয়ে কাজ করতে চেয়েছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে শাহীন সুমন রাইজিংবিডিকে বলেন, ‘শুভকে নিয়ে আমার কোন মন্তব্য নেই। ওকে নিয়ে মন্তব্য করাটাই সময় নষ্ট। শুভ ইন্ড্রাষ্ট্রিতে এত বড় শিল্পী হয়ে ওঠেনি যে সে ড্রেস, ড্রেসম্যান, মেকআপ থেকে শুরু করে সব বিষয়ে ইন্টারফেয়ার করবে। আমি ওর মুখের উপরেই এসব কথা বলে এসেছি। সব বিষয়ে শুভ পরামর্শ দিতে চায় বলে তাকে নিয়ে কাজ করিনি।’ নির্মাতা জুটি অপূর্ব রানা’র রানা বলেন, ‘শুভ’র ইন্ড্রাষ্ট্রিতে বেশ বদনাম রয়েছে। এটা সবাই জানে।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা জাকির হোসেন রাজু। তিনি শুভকে নিয়ে তিনটি সিনেমা নির্মাণ করেছেন। শুভ প্রসঙ্গে তিনি বলেন, ‘শুভ সিনেমা নিয়ে প্রশ্ন বেশি করে। সব বিষয় জানতে চায়। বিষয়টিকে আমি ইতিবাচক হিসেবেই দেখছি। আমি কাজ করার আগে শুভকে সিনেমার সবকিছু  ব্রিফ করেছি। বিরক্ত হইনি। ক্যাপ্টেনকে নিজের ক্যপ্টেন্সিটা ধরে রাখতে হবে। শিল্পী প্রশ্ন করবেই।’ দেবাশীষ বিশ্বাসের সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন আরিফিন শুভ। শুভ প্রসঙ্গে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘ওকে বোঝা একটু কঠিন! মানুষ মাঝে মাঝে ওকে ভুল বোঝে! ও কাজে খুব সিরিয়াস! তবে মাঝে মাঝে ওই সিরিয়াসনেসটা পাকনামির পর্যায়ে পড়ে। যা অনেক সময় অনেকের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়!’



রাইজিংবিডি/ঢাকা/৮ অক্টোবর ২০১৮/রাহাত/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়