ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

‘ভালো গল্প হলে তারকা শিল্পী মুখ্য বিষয় নয়’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৮, ১৭ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ভালো গল্প হলে তারকা শিল্পী মুখ্য বিষয় নয়’

‘এবার পুজোয়’ নাটকের দৃশ্য

বিনোদন ডেস্ক : ‘আমরা ভালো গল্প পাই না। ভালো গল্পের হাহাকার থাকে। কিন্তু এই নাটকের গল্প সুন্দর। আর ভালো গল্প হলে তারকা শিল্পী মুখ্য বিষয় নয়। সব মিলিয়ে কাজটি ভালো হয়েছে। আমি আশাবাদী নাটকটি সবার ভালো লাগবে।’ আজ বুধবার রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এভাবেই কথাগুলো বলেন পরিচালক চয়নিকা চৌধুরী।

দুর্গাপূজা উপলক্ষে চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন একক নাটক ‘এবার পুজোয়’। এটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। নাটকটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেই কথাগুলো বলেন এই নির্মাতা।

নাটকের গল্প প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন, ‘মা দুর্গা যখন পৃথিবীতে আসেন তখন অন্যায় অত্যাচার বিলুপ্ত করে দেন। একটি পরিবারকে কেন্দ্র করে নাটকটির গল্প গড়ে উঠেছে। যে পরিবারে অনেক সঙ্কট থাকে। পূজার সময় এই বাড়িতে গ্রাম থেকে একটি মেয়ে আসে। যে মেয়েটি পরিবারের সমস্ত সমস্যার সমাধান করে দেয়। অর্থাৎ মেয়েটির মধ্যে মা দুর্গা ভর করেন। এমন একটি গল্প নিয়ে এগিয়েছে নাটকটির কাহিনি।’
 

তিনি আরো বলেন, ‘এ নাটকে নতুনরা কাজ করেছে। যেমন-মিলি, নীলা, রিমি, তানভীর। এরা সবাই ভালো পারফর্ম করেছে। আসলে গল্প আর চিত্রনাট্য ভালো হলে নির্মাণ কাজটাও ভালো হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি গান নাটকটিতে ব্যবহৃত হয়েছে। নাটকটির জন্য এ গান দুটি নতুন করে তৈরি করা হয়। গানগুলোও চমৎকার হয়েছে।’

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-আবুল হায়াত, মিলি বাশার, নীলাঞ্জনা নীলা, রিমি করিম, তানভীর প্রমুখ। ঢুলী প্রযোজিত এ নাটকের শুটিং সম্প্রতি শেষ হয়েছে। আগামী ১৯ অক্টোবর রাত ৯ টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙায় নাটকটি প্রচারিত হবে। 


 

রাইজিংবিডি/ঢাকা/১৭ অক্টোবর ২০১৮/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়