ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অপুর সংসারের খবর কী?

প্রকাশিত: ০২:১৭, ২৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অপুর সংসারের খবর কী?

চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘদিন ধরে ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। হঠাৎ একবার উধাও হয়ে গিয়েছিলেন এ অভিনেত্রী।

শাকিব খান ও অপু বিশ্বাসের প্রেম ও বিয়ে নিয়ে অনেক কথা শোনা গেলেও দীর্ঘ আট বছর তারা তা গোপনই রেখেছিলেন। ২০১৬ সালের ১০ এপ্রিল একটি বেসরকারি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে আসেন ঢালিউড কুইন খ্যাত এ অভিনেত্রী। এ সময় চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে তার বিয়ে, সন্তান ও অন্যান্য বিষয়ে কথা বলেন।

সেদিনই শাকিব-অপুর পুরো বিষয়টি নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দেন টিওটি’র কর্ণধার খোরশেদ আলম খসরু। সিনেমাটি প্রযোজনা করবেন পরিচালক শাহীন সুমন। ‘অপুর সংসার’ নামে পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধনও করেন। কিন্তু দীর্ঘ চার বছর কেটে গেলেও এ সিনেমার কাজের অগ্রগতি দেখা যায়নি।

এ বিষয়ে পরিচালক শাহীন সুমনের সঙ্গে যোগাযোগ করেন এই প্রতিবেদক। রাইজিংবিডিকে এ পরিচালক বলেন, ‘এ বিষয়ে সিনেমাটির প্রযোজক বলতে পারবেন, আমি কিছু জানি না।’

অপু বিশ্বাস অভিনীত পরবর্তী সিনেমা ‘শটকার্ট’। এরই মধ্যে শুটিং শেষ হয়েছে। সিনেমার গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এতে অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি।

এছাড়া অপু অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়