ঢাকা     শুক্রবার   ১২ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘মিরাজ তুই মরিসনে ক্যা’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৫, ২০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘মিরাজ তুই মরিসনে ক্যা’

‘মিরাজ তুই মরিসনে ক্যা’ নাটকের দৃশ্য

মিরাজ-সিরাজ দুই ভাই। বড় ভাই মিরাজ দীর্ঘস্থায়ী কাশিতে ভুগছে। ডাক্তার-কবিরাজ সব একাকার করেও কাশির এইটুকুও উন্নতি হয়নি। কাশির আওয়াজ সকাল থেকে শুরু হয়ে চলে রাত পর্যন্ত। বিষয়টি পাড়া প্রতিবেশী এমনকি গ্রামবাসী সবাই অবগত। সকলের ধারণা এটি যক্ষ্মা।

অপর দিকে ছোট ভাই সিরাজ এখনো অবিবাহিত। ভালোবাসে একই গ্রামের একটি মেয়েকে। কিন্তু মেয়েটি সিরাজকে ভালোবাসলেও বিয়ে করতে চায় না। কারণ তার ধারণা এই যক্ষ্মা সিরাজের বংশগত। সুতরাং বিয়ের পর তারও আক্রমণ হতে পারে। এতে বিড়ম্বনায় পড়ে মিরাজ।

এমন গল্প নিয়ে এগিয়েছে ‘মিরাজ তুই মরিসনে ক্যা’ নামে একক নাটকের কাহিনি। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। মিরাজ-সিরাজ চরিত্র রূপায়ন করেছেন ফজলুর রহমান বাবু ও চঞ্চল চৌধুরী।

এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—শাহানাজ খুশী, নাবিলা ইসলাম, মাসুদ রানা মিঠু, আশরাফ রবি, সুজিত বিশ্বাস, মিলি মুন্সি প্রমুখ। ঈদের পঞ্চম দিন বিকাল সাড়ে ৫টায় বাংলাভিশনে প্রচার হবে এ নাটক।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়