ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এফডিসিতে কবি নজরুলের ভাস্কর্য ভেঙে যাওয়ায় ক্ষোভ

প্রকাশিত: ১৯:৪০, ২৭ আগস্ট ২০২০   আপডেট: ১৮:০৬, ২৮ আগস্ট ২০২০
এফডিসিতে কবি নজরুলের ভাস্কর্য ভেঙে যাওয়ায় ক্ষোভ

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আজ ৪৪তম প্রয়াণ দিবস। কবিকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন রুপালি জগতের মানুষেরা। কবি-স্মরণে বিএফডিসিতে (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন) ১৯৮৪ সালে একটি ভাস্কর্য তৈরি করেন ভাস্কর শামীম শিকদার। সম্প্রতি ভাস্কর্যটির কিছু অংশ স্থানান্তরের সময় ভেঙে গেছে। এতে চলচ্চিত্রসংশ্লিষ্টরা ক্ষোভ প্রকাশ করেছেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা কাজী হায়াৎ। ‘দাঙ্গা’ ‘সিপাহী’সহ বেশ কয়েকটি সিনেমায় তিনি ভাস্কর্যটিকে গুরুত্ব সহকারে উপস্থাপন করেছেন। জাতীয় কবির ভাস্কর্যের এমন অযত্ন, অবহেলা ব্যথিত করেছে গুণী এই নির্মাতাকে। রাইজিংবিডিকে কাজী হায়াৎ বলেন, ‘জাতীয় কবির ভাস্কর্য এমন অযত্নে থাকাটা অন্যায়। এফডিসির মতো জায়গায় রক্ষণাবেক্ষণ করার কর্মী রয়েছে, তারা ভাস্কর্যটির যত্ন নেয়নি। এটি কর্তৃপক্ষের অবহেলা ছাড়া কিছুই নয়।’

আরেক গুণী নির্মাতা মতিন রহমান বলেন, ‘এফডিসি নতুন করে সাজানো হচ্ছে। ডাবিং সেট, শুটিং ফ্লোর ভেঙে ফেলা হয়েছে। কিন্তু এগুলো কীভাবে সংরক্ষণ করা হবে সে বিষয়ে কোনো উদ্যোগ চোখে পড়ছে না। আমি জানি না, নতুন প্রজন্ম আমাদের চলচ্চিত্রের ইতিহাস কীভাবে জানবে?’

ক্ষোভ প্রকাশ করে এই নির্মাতা বলেন, ‘জাতীয় কবির ভাস্কর্য পরিকল্পনার মাধ্যমে অক্ষত অবস্থায় স্থানান্তর করা খুব কঠিন কিছু নয়। কিন্তু সেই পরিকল্পনা কোথাও দেখিনি। কেন এই অবহেলা? একজন শ্রমিক, যিনি পাথর ভাঙেন, তিনি হয়তো এই ভাস্কর্যের মূল্য নাও বুঝতে পারেন কিন্তু এফডিসির যারা দায়িত্বে রয়েছেন তাদের এই বোধ থাকা উচিত ছিল।’

এতে জাতীয় কবিকে অসন্মান করা হয়েছে জানিয়ে মতিন রহমান বিস্মিত কণ্ঠে বলেন, ‘স্ট্যাচু অব লিবার্টি ফ্রান্স থেকে আমেরিকা নিয়ে এলো, অথচ এফডিসির মধ্যে সরাতে গিয়েই কবির ভাস্কর্য ভেঙে গেলো!’

কবির ভাস্কর্য মেরামত করে সুন্দর একটি জায়গায় স্থাপনের দাবি জানিয়েছেন পরিচালক সোহানুর রহমান সোহান। তিনি বলেন, ‘ভাস্কর্যটি বিভিন্ন সময় সরানো হয়। এভাবে সরাতে গেলে ভাঙবেই। কারণ এটি পাথরের তৈরি নয়। কবির প্রতি সন্মান জানিয়ে ভাস্কর্যটি এফডিসিতে বানানো হয়েছিল। সেই সন্মান ভূলুণ্ঠিত হয়েছে। ভাস্কর্যটি যথাযোগ্য মর্যাদায় সুন্দর একটি জায়গায় স্থায়ীভাবে রাখা উচিত।’

এফডিসিতে দীর্ঘদিন থেকেই ভাস্কর্যটি অরক্ষিত অবস্থায় ছিল। এর রং নষ্ট হয়ে গেছে অনেক আগেই। ভাস্কর্যটি সরিয়ে বর্তমানে ৮ নং ফ্লোরের পাশে রাখা হয়েছে।

ঢাকা/রাহাত সাইফুল/তারা

আরো পড়ুন  



সর্বশেষ