ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

নিজের সম্পত্তি বন্ধক রেখে মানুষের পাশে সোনু

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ৯ ডিসেম্বর ২০২০   আপডেট: ১০:২৭, ৯ ডিসেম্বর ২০২০
নিজের সম্পত্তি বন্ধক রেখে মানুষের পাশে সোনু

বলিউড অভিনেতা সোনু সুদ। পর্দায় বেশিরভাগ সময়ই তাকে খল চরিত্রে দেখা যায়। কিন্তু করোনা মহামারির এই সময়ে তিনি হয়ে উঠেছেন সকলের হিরো।

এদিকে সোনু যখন মানুষের সাহায্যে মুক্ত হস্তে দান করে যাচ্ছেন, অনেকের মনেই প্রশ্ন জাগছে— কীভাবে এত অর্থের জোগান দিচ্ছেন এই অভিনেতা?

জানা গেছে, নিজের সম্পত্তি বন্ধক রেখে মানুষের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ। মুম্বাইয়ের জুহুতে তার ছয়টি ফ্ল্যাট, দুটি দোকান, ইসকন মন্দিরের কাছে এবি নায়ার রোডে অবস্থিত সোনু ও তার স্ত্রী সোনালির নামে যে সম্পতি তা বন্ধক রেখে ১০ কোটি রুপি পেয়েছেন এই অভিনেতা। সেই অর্থ দিয়েই মানুষের সেবা করছেন তিনি।

গত মার্চে ভারতে করোনার প্রকোপ শুরু হলে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ান সোনু। ভারতের বিভিন্ন স্থান থেকে আসা শ্রমিক, যারা মুম্বাইয়ে আটকে পড়েছিলেন তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করেন। বেকার হয়ে পড়া মানুষকে চাকরির ব্যবস্থা করেছেন। আবার ভার্চুয়াল ক্লাস করার জন্য শিক্ষার্থীকে ল্যাপটপ ও মোবাইল পৌঁছে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের ডাকে সাড়া দিয়ে নানাভাবে সাহায্যের হাত বাড়াচ্ছেন এই অভিনেতা।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়