ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রণবীর-আলিয়াকে নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ১৯ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৬:০৮, ১৯ ফেব্রুয়ারি ২০২১
রণবীর-আলিয়াকে নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

বলিউড অভিনেতা রণবীর কাপুর। আড়ালে তাকে ‘ক্যাসানোভা’ বলেই ডাকা হয়। কারণ ব্যক্তিগত জীবনে তার প্রেমের সম্পর্কে জড়ানোর তালিকাটা মোটেও ছোট নয়।

অভিনেত্রী সোনম কাপুর, দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে হালের আলিয়া ভাট— তার প্রেমিকার সংখ্যাটা একটু বেশি-ই! এমনকি তার হবু শ্বশুর মহেশ ভাটও তাকে লেডি’স ম্যান বলে সম্বোধন করেছেন।

আরো পড়ুন:

এদিকে অনেকদিন থেকেই রণবীর-আলিয়ার প্রেম ও বিয়ে নিয়ে নানা গুঞ্জন উড়ছে। কিন্তু এই জুটির ভাগ্যচক্রে আসলে কী রয়েছে?

জ্যোতিষীর করা ভবিষ্যদ্বাণী অনুযায়ী, রণবীরের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে আলিয়াকে বেশ বেগ পেতে হবে। দাম্পত্য কলহের মধ্যে দিয়ে যাবে তাদের সংসার। তবে এই লড়াইয়ের মধ্যেই ধীরে ধীরে তাদের সম্পর্কে ভীত মজবুত হতে থাকবে। প্রতিটি মুহূর্তেই লড়াই চালিয়ে যেতে হবে আলিয়াকে। রণবীরকে আগলে রাখতে পারলেই তাদের সংসার সুখের হবে।

বর্তমানে আলিয়ার ঝুলিতে কয়েকটি সিনেমার কাজ রয়েছে। সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’, করন জোহরের ‘তখত’, এস এস রাজামৌলির ‘ট্রিপল আর’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আলিয়া। মুক্তির অপেক্ষায় তার ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি। এই সিনেমায় প্রথমবারের মতো প্রেমিক রণবীরের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। অন্যদিকে, ‘শমশেরা’ সিনেমায় দেখা যাবে রণবীরকে। লাভ রঞ্জনের একটি সিনেমাতেও অভিনয় করবেন তিনি।

ঢাকা/মারুফ

সর্বশেষ

পাঠকপ্রিয়