ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মেয়ের আত্মহত্যার পর বদলে গিয়েছিলেন নায়ক শাহীন আলম

প্রকাশিত: ১৬:০২, ৯ মার্চ ২০২১   আপডেট: ১৬:১২, ৯ মার্চ ২০২১
মেয়ের আত্মহত্যার পর বদলে গিয়েছিলেন নায়ক শাহীন আলম

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাহীন আলম। সদ্য প্রয়াত এই নায়ক তার প্রিয় মেয়েকে প্রচন্ড ভালোবাসতেন। কিন্তু সেই মেয়ে আত্নহত্যা করেন। এর পরই বদলে গিয়েছিলেন নায়ক শাহীন আলম।  

শাহীন আলমের একমাত্র মেয়ে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল না করলে আত্মহত্যার পথ বেছে নেয়। এই বিষয়টি মেনে নিতে পারেননি এই নায়ক। এরপরই বদলে যান। নামাজ আদায়ে আরো বেশি মনোযোগী হোন। 

শাহীন আলম দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। সমস্যা গুরুতর হওয়ায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সর্বশেষ তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল ৮ মার্চ তার মৃত্যুর হয়। আজ মঙ্গলবার বাদ ফজর রাজধানীর গুলশানের নিকেতন মসজিদে তার জানাজা হয়। এরপর বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। 

১৯৮৬ সালে ‘নতুন মুখের সন্ধানে’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান শাহীন আলম। তার অভিনীত প্রথম সিনেমা ‘মায়ের কান্না’। এটি ১৯৯১ সালে মুক্তি পায়। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেন তিনি।

ঢাকা/রাহাত সাইফুল/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়