ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিনেমায় নাম লেখালেন ইরফান পুত্র

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ১১ এপ্রিল ২০২১   আপডেট: ১১:২২, ১১ এপ্রিল ২০২১
সিনেমায় নাম লেখালেন ইরফান পুত্র

বাবার পথ ধরে সিনেমায় নাম লেখালেন প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল। নেটফ্লিক্সের ‘কালা’ সিনেমায় দেখা যাবে তাকে।

সিনেমাটি পরিচালনা করছেন অনবিতা দত্ত। বাবিল ছাড়াও এতে অভিনয় করছেন তৃপ্তি ডিমরি ও স্বস্তিকা মুখার্জি।

আরো পড়ুন:

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে সিনেমাটির শুটিং সেটের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন বাবিল। এতে দেখা যায়, অভিনয়শিল্পীদের লুক ও শুটিংয়ের বিভিন্ন অংশ দেখানো হয়েছে। এতে বাবিলকেও দেখা গেছে।

এর ক্যাপশনে ইরফান পুত্র লিখেছেন, “তৃপ্তি ডিমরি আবারো ফিরে এসেছেন। আমিও কিছু সময়ের জন্য আছি। ‘অভিষেক হচ্ছে’ শব্দটা নিয়ে আমি একটু সংশয়ে। কারণ আমাদের সিনেমা দেখার জন্য দর্শকদের সিট বুক দেবেন, কোনো বিশেষ অভিনেতা দেখার জন্য নয়। বুলবুল সিনেমার নির্মাতা ক্লিন স্লেট ফিল্মস এবং অনবিতা দত্ত ও আমরা নিয়ে আসছি নেটফ্লিক্সের নতুন সিনেমা কালা। মায়ের হৃদয়ে জায়গা করে নেওয়ার লড়াইয়ের গল্প দেখাবে কালা।”

এরই মধ্যে ভিডিওটি দর্শকের মাঝে ভালো সাড়া ফেলেছে। এমনকি অভিনেতা আয়ুষ্মান খুরানাও একটি হার্ট ইমোজি দিয়ে মন্তব্য করেছেন।

বাবিল জানান, ইতোমধ্যে সিনেমাটির প্রথম শিডিউলের শুটিং শেষ করেছেন। সিনেমাটির মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়