ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কবরী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৩, ১৫ এপ্রিল ২০২১   আপডেট: ২১:০৪, ১৫ এপ্রিল ২০২১
কবরী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’খ্যাত অভিনেত্রী সারাহ বেগম কবরীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।

আজ (১৫ এপ্রিল) বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। করোনায় আক্রান্ত হয়ে তিনি শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

কবরীর ছেলে শাকের চিশতী জানান, তার অক্সিজেন লেভেল ওঠানামা করছে। কবরী প্রাণপণ লড়ছেন। পরিবারের পক্ষ থেকে শাকের মায়ের জন্য দেশবাসী ও ভক্তদের দোয়া চেয়েছেন। 

এর আগে হঠাৎ করে খুসখুসে কাশি ও জ্বরে আক্রান্ত হলে করোনার উপসর্গ ভেবে চিন্তায় পড়েন সারাহ বেগম কবরী। পারিবারিক চিকিৎসকের পরামর্শে নমুনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। গত ৫ এপ্রিল রাতে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

গত ৭ এপ্রিল রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসকরা দ্রুত তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তরের কথা জানান। তখন এই অভিনেত্রীকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। 

কবরী অভিনয়ের পাশাপাশি সিনেমা পরিচালনা করেছেন। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনাও করেছেন তিনি। বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন বরেণ্য এই অভিনেত্রী। 

ঢাকা/তারা

সর্বশেষ

পাঠকপ্রিয়