ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাদ জোহর কবরীর জানাজা, বনানীতে দাফন

প্রকাশিত: ১১:৩৮, ১৭ এপ্রিল ২০২১   আপডেট: ১২:৫৫, ১৭ এপ্রিল ২০২১
বাদ জোহর কবরীর জানাজা, বনানীতে দাফন

বরেণ্য অভিনেত্রী সারাহ বেগম কবরীর মৃতদেহ রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হবে বলে জানা গেছে। এর আগে আজ (১৭ এপ্রিল) বাদ জোহর কবরস্থান এলাকায় তাঁর জানাজা হবে। এ সময় মুক্তিযোদ্ধা এই অভিনয়শিল্পীকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হবে বলে রাইজিংবিডিকে জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।

মিশা সওদাগর আরো জানান, হাসপাতালের হিম ঘর থেকে কবরীর মৃতদেহ মোহাম্মদপুর আল মারকাজুলে নেয়া হবে। সেখানে গোসল শেষে গুলশান-২ নম্বর এলাকার লেক রোডের বাড়িতে তাকে শেষবারের মতো নেয়া হবে। সেখানে কিছুক্ষণ রাখার পর জোহরের নামাজের আগেই নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে।

করোনায় আক্রান্ত হয়ে দেশবরেণ্য অভিনেত্রী কবরী শুক্রবার (১৬ এপ্রিল) মধ্যরাতে মারা যান।

১৯৬৪ সালে সুভাষ দত্ত পরিচালিত ‘সুতরাং’ চলচ্চিত্রে অভিষেক হয় কবরীর। খুব দ্রুতই তিনি খ্যাতির চূড়ায় উঠে আসেন। পরিচিতি পান চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’ হিসেবে। কবরী অভিনয়ের পাশাপাশি সিনেমা পরিচালনা করেছেন। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনাও করেছেন তিনি। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কিংবদন্তি এই অভিনেত্রী।

ঢাকা/রাহাত সাইফুল

সর্বশেষ

পাঠকপ্রিয়