ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দেবশ্রীর আফসোস

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ২৯ এপ্রিল ২০২১  
দেবশ্রীর আফসোস

ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়। মাঝে অভিনয় ছেড়ে দীর্ঘ সময় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তৃণমূলের হয়ে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি আসন থেকে দুইবারের নির্বাচিত বিধায়ক ছিলেন এই অভিনেত্রী। গত মার্চের মাঝামাঝি সময়ে দল ছাড়ার ঘোষণা দেন। সবকিছু ছেড়ে আবারো নিজ ভুবনে ফিরছেন দেবশ্রী রায়। একটি ধারাবাহিক নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। এটি রচনা ও পরিচালনা করবেন স্নেহাশীষ চক্রবর্তী।

রাজনীতিতে নাম লেখার সিদ্ধান্ত ভুল ছিল দেবশ্রীর। এ নিয়ে তার আফসোস কম নয়। বিষয়টি জানিয়ে ভারতীয় একটি সংবাদমাধ‌্যমে দেবশ্রী রায় বলেন—‘১০ বছর অভিনয় থেকে দূরে। নিজের ইচ্ছেতেই ভিন্ন ধারার কাজে ব্যস্ত ছিলাম। এখন মনে হচ্ছে, সঠিক সিদ্ধান্ত নিইনি। রাজনীতি আমার জন্য নয়। ক্যামেরার সঙ্গে জন্ম থেকে বন্ধুত্ব। তাই অভিনয়ই আমার উপযুক্ত ক্ষেত্র।’

এই ধারাবাহিকের গল্প ও দেবশ্রীর চরিত্র প্রসঙ্গে পরিচালক স্নেহাশীষ চক্রবর্তী বলেন, ‘৭০ দশকের সহজ জীবনের সরল, সাধারণ মেয়ের চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা ঘোষের ‘উনিশে এপ্রিল’-এর নায়িকা। তখন মুঠোফোন, ল্যাপটপ ছিল না। রোববারে ছুটির দুপুরে মা-বাবার সঙ্গে ছেলেমেয়েরা বসে গরম গরম পাঠার মাংসের ঝোল দিয়ে ভাত মেখে খেত। বিনোদন বলতে আকাশবাণীর বিবিধ ভারতী, রবীন্দ্র নাচ। সেই যুগের মেয়ে আজকের যুগে কেমন আছেন? এই প্রশ্ন তুলবে নতুন ধারাবাহিকটি।’

এক দশক পর ক্যামেরার মুখোমুখি হচ্ছেন দেবশ্রী। ভয়-দ্বিধা কাজ করছে কিনা? দেবশ্রী বলেন, ‘আগেই বলেছি, ক্যামেরা আমার খুব ভালো বন্ধু। তাই জানি, ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। একবার সাইকেল, সাঁতার, গান শিখলে যেমন মানুষ ভোলে না অভিনয়ও তেমনি।’

আগামী সেপ্টেম্বরে একটি সিনেমার কাজ শুরু করবেন দেবশ্রী। তবে এটি হবে হিন্দি ভাষার চলচ্চিত্র। আর এর মাধ‌্যমে বড় পর্দায় ফিরবেন দেবশ্রী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়