ঢাকা     শনিবার   ১৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩১

শাহরুখের সিনেমায় সালমানের রাজকীয় এন্ট্রি!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ২৬ মে ২০২১   আপডেট: ১১:৩৪, ২৬ মে ২০২১
শাহরুখের সিনেমায় সালমানের রাজকীয় এন্ট্রি!

বলিউডের দুই সুপারস্টার শাহরুখ ও সালমান খান। এক সময় পরস্পরের মধ্যে মনোমালিন্য থাকলেও এখন তারা ভালো বন্ধু। একে অন্যের সিনেমায় অতিথি চরিত্রে হাজির হন।

শাহরুখের পরবর্তী সিনেমা ‘পাঠান’। এই সিনেমায় অতিথি চরিত্রে হাজির হচ্ছেন সালমান খান। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির টাইগার চরিত্রে দেখা যাবে ‘দাবাং’ সিনেমাখ্যাত এই অভিনেতাকে। সিনেমায় রাজকীয় এন্ট্রি নেবেন তিনি। হেলিকপ্টারে করে বুর্জ খালিফার উপরে টাইগার হিসেবে নামবেন সালমান খান। রুশ মাফিয়ার হাত থেকে শাহরুখ খানের চরিত্রকে বাঁচাবেন তিনি।

শাহরুখের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জিরো’। এই সিনেমায় পর থেকেই সাময়িক বিরতিতে ছিলেন তিনি। ‘পাঠান’ সিনেমার মাধ্যমে আবারো ফিরছেন। বন্ধুর কামব্যাকের কথা শুনেই এই সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন সালমান। এজন্য কোনো পারিশ্রমিকও নেননি তিনি।

আরো পড়ুন:

‘পাঠান’ সিনেমায় ‘র’ এজেন্টের ভূমিকায় অভিনয় করছেন শাহরুখ। এতে আরো আছেন দীপিকা পাড়ুকোন, ডিম্পল কাপাডিয়া, জন আব্রাহাম। যশরাজ ফিল্মস প্রযোজিত এই সিনেমা পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। চলতি বছর দীপাবলিতে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়