ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘রাধে’ সিনেমার বাজে রিভিউ, মামলা ঠুকলেন সালমান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ২৬ মে ২০২১   আপডেট: ১৩:০৭, ২৬ মে ২০২১
‘রাধে’ সিনেমার বাজে রিভিউ, মামলা ঠুকলেন সালমান

বলিউড সুপারস্টার সালমান খান। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। এই সিনেমার বাজে রিভিউ দেওয়ায় মানহানি মামলা করেছেন সালমান।

অভিনেতা কামাল আর খানের বিরুদ্ধে মুম্বাই সেশন কোর্টে মামলাটি দায়ের করেছেন এই অভিনেতা। মঙ্গলবার (২৫ মে) মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ বিষয়ে সালমানের পক্ষ থেকে পাঠানো একটি আইনি নোটিশের কপি পোস্ট করেছেন কামাল আর খান। সেখানে উল্লেখ রয়েছে, ২৭ মে এই মামলার শুনানি হবে।

এই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘প্রিয় সালমান খান, এই মানহানি মামলা আপনার হতাশা ও নিরাশার প্রমাণ। আমার অনুসারীদের জন্য রিভিউ দিই এবং আমার কাজ করি। রিভিউ বন্ধ করার চেয়ে আপনার আরো ভালো সিনেমা নির্মাণ করা উচিত। আমি সত্যের জন্য লড়াই করে যাব। এই মামলার জন্য ধন্যবাদ।’

যদিও এরপরই অন্য একটি টুইটে কামাল আর খান লিখেছেন, ‘অনেকবার বলেছি, যদি কোনো প্রযোজক, অভিনেতা আমাকে নিষেধ করেন তাহলে তাদের সিনেমার রিভিউ করব না। সালমান তার রাধে সিনেমার রিভিউ করার জন্য আমার বিরুদ্ধে মানহানি মামলা করেছেন, এর অর্থ রিভিউয়ের কারণে তিনি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি আর তার সিনেমার রিভিউ করব না। আমার শেষ ভিডিও আজ মুক্তি পাবে।’

অপর এক টুইটে সালমানের বাবা সেলিম খানকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘সালমানের সিনেমার রিভিউ বন্ধ করার জন্য কোনো মামলার প্রয়োজন নেই। সেলিম স্যার, আমি এখানে কাউকে কষ্ট দেওয়ার জন্য আসিনি। আমি ভবিষ্যতে তার কোনো সিনেমার রিভিউ দেবো না। দয়া করে সালমানকে মামলার কার্যক্রম বন্ধ করতে বলুন। আপনি চাইলে আমার রিভিউয়ের ভিডিও ডিলিট করে দেবো। ধন্যবাদ সেলিম সাহেব।’

‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটি পরিচালনা করেছেন প্রভুদেবা। এতে আরো অভিনয় করছেন দিশা পাাটানি, জ্যাকি শ্রফ, রণদীপ হুদা প্রমুখ। গত ১৩ মে প্রেক্ষাগৃহ ও ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সিনেমাটি। তবে দর্শক-সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এটি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়