ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিপাকে সালমানের পথ আটকানো সেই নিরাপত্তাকর্মী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ২৪ আগস্ট ২০২১   আপডেট: ১৬:৪৯, ২৪ আগস্ট ২০২১
বিপাকে সালমানের পথ আটকানো সেই নিরাপত্তাকর্মী

বলিউড সুপারস্টার সালমান খান। সম্প্রতি ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিংয়ের জন্য রাশিয়ার গেছেন এই অভিনেতা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় বিমানবন্দরে প্রবেশ পথে সালমানের পথ আটকান সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) এক নিরাপত্তাকর্মী। এরপর নেটিজেনদের ভূয়সী প্রশংসাও পান। কিন্তু এই ঘটনার পর বিপাকে পড়েছেন সোমনাথ মোহান্তি নামের ওই নিরাপত্তাকর্মী।

আরো পড়ুন:

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে নিয়ম ভঙের অভিযোগ এনেছে সিআইএসএফ। নিয়ম ভেঙে তিনি ওই ঘটনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। এজন্য এই নিরাপত্তাকর্মীর মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া পুনরায় মিডিয়ার সামনে তথ্য প্রদান করার ব্যাপারে তাকে সতর্ক করা হয়েছে।

এর আগে ভাইরাল ভিডিওতে দেখা যায়, ‘দাবাং’ অভিনেতা বিমানবন্দরে হাজির হতেই ফটো সাংবাদিকরা ভিড় জমাতে শুরু করেন। এই অভিনেতাও ক্যামেরায় সামনে পোজ দিচ্ছিলেন। এভাবে তিনি যখন বিমানবন্দরের মূল গেটে ঢুকতে যান তখনই  নিরাপত্তাকর্মী তাকে আটকে দেন এবং নিয়ম মেনে তবেই যেতে পারবেন বলে জানান।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়