ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘যা কিছু করছি মা-বাবাকে গর্বিত করার জন্য’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৯, ৩ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১১:৩৩, ৩ সেপ্টেম্বর ২০২১
‘যা কিছু করছি মা-বাবাকে গর্বিত করার জন্য’

অভিনেতা জ্যাকি শ্রফ ও নির্মাতা আয়েশা শ্রফের ছেলে টাইগার শ্রফ। ২০১৪ সালে বলিউডে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। সম্প্রতি মা-বাবা ও বোনকে নিয়ে বিলাসবহুল নতুন বাড়িতে উঠেছেন টাইগার।

এ প্রসঙ্গে ‘ওয়ার’ সিনেমাখ্যাত এই অভিনেতা বলেন, ‘মা-বাবা পাশে থাকলেই প্রকৃত বাড়ি মনে হয়। তাদের সঙ্গে যেখানেই থাকি সেটিই আমার বাড়ি। তারা আমার পৃথিবী। যা কিছু করছি মা-বাবাকে গর্বিত করার জন্য। সব সময়ই প্রার্থনা করি, এমন কিছু করব না যেন তারা নাখোশ হন।’

আরো পড়ুন:

কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে জ্যাকি শ্রফ জানান, বাড়িটি মায়ের জন্য টাইগারের উপহার। এ প্রসঙ্গে টাইগার বলেন, ‘আপনারা জানেন তিনি কেমন প্রকৃতির মানুষ। বাবা এ বিষয়ে একটু বিনয়ী হতে চাইছেন। তিনি স্বাভাবিক থাকার ভান করছেন। কিন্তু মায়ের মতো তিনিও খুবই উচ্ছ্বসিত। আমরা সবাই উচ্ছ্বসিত। বাবা, মা, বোন সবার কাছেই এই বাড়িটি বিশেষ গুরুত্বপূর্ণ।’

বর্তমানে টাইগারের হাতে কয়েকটি সিনেমা রয়েছে। ‘হিরোপান্তি টু’, ‘বাঘি-ফোর’, ‘গণপথ’ সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়া হলিউডের ‘র‌্যাম্বো’ সিনেমার হিন্দি রিমেকে অভিনয় করবেন তিনি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়