ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করনের সিনেমায় ‘বক্সিং কিং’ মাইক টাইসন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ২৮ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৩:১৩, ২৮ সেপ্টেম্বর ২০২১
করনের সিনেমায় ‘বক্সিং কিং’ মাইক টাইসন

বলিউড সিনেমায় অভিনয় করবেন কিংবদন্তি বক্সার মাইক টাইসন।

নির্মাতা করন জোহরের ধর্মা প্রোডাকশন ও দক্ষিণী সিনেমার নির্মাতা পুরী জগন্নাথের পুরী কানেক্টের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘লাইগার’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আছেন বিজয় দেবরকোন্ডা। নায়িকা চরিত্রে দেখা যাবে অনন্যা পান্ডেকে। এই সিনেমতেই অতিথি চরিত্রে দেখা যাবে মাইক টাইসনকে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

মাইক্রোব্লগিং সাইট টুইটারে ‘বক্সিং কিং’ টাইসনের অভিনয়ের খবরটি জানিয়ে করন জোহর একটি পোস্ট করেছেন। একটি ভিডিও প্রোমোসহ তিনি ক্যাপশনে লিখেছেন, ‘প্রথমবারের মতো বড় পর্দায় দ্য কিং অব দ্য রিং-র দেখা মিলবে। লাইগার টিমে মাইক টাইসনকে স্বাগতম।’

বিজয় দেবরকোন্ডা ভক্তদের খবরটি জানিয়ে টুইট করেছেন, ‘কথা দিচ্ছি, পাগলামি হবে। আমরা সবে শুরু করেছি। প্রথমবারের মতো ভারতীয় সিনেমার পর্দায়, আমাদের লাইগার টিমে যোগ দিতে চলেছেন বক্সিং লিজেন্ড আয়রন মাইক টাইসন।’

স্পোর্টস-অ্যাকশন ঘরানার ‘লাইগার’ পরিচানার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন পুরী জগন্নাথ। হিন্দির পাশাপাশি তেলেগু ভাষায় সিনেমাটির শুটিং হচ্ছে। পাশাপাশি তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষায় ডাবিং করে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

ঢাকা/মারুফ

সর্বশেষ

পাঠকপ্রিয়