ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আজ আদালতে হাজির করা হবে শাহরুখ পুত্রকে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ৪ অক্টোবর ২০২১   আপডেট: ১২:২৬, ৪ অক্টোবর ২০২১
আজ আদালতে হাজির করা হবে শাহরুখ পুত্রকে

আজ মুম্বাইয়ের আদালতে হাজির করা হবে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে।

রোববার (৩ অক্টোবর) দুপুর ২টা নাগাদ আরিয়ানসহ মোট আটজনকে গ্রেপ্তার করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। মেডিক‌্যাল পরীক্ষা শেষে এদিন সন্ধ‌্যায় তাদের আদালতে হাজির করা হলে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজতে একদিন রাখার নির্দেশ দেন আদালত। এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।

আরো পড়ুন:

আরিয়ান খানের আইনজীবী সতীশ মানেশিন্দে বলেন, ‘আমার মক্কেলকে শুধু চ্যাট মেসেজের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। আরিয়ানের কোনো টিকিট ছিল না, কেবিন বা কোনো আসন ছিল না। তার বোর্ডিং পাসও ছিল না। কারণ সেখানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তার কাছে কিছুই পাওয়া যায়নি।’

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ‌্যমটি জানায়, শনিবার (২ অক্টোবর) সকালে যাত্রীদের ছদ্মবেশে গোয়াগামী জাহাজে উঠেছিল এনসিবি দল। জাহাজটি মুম্বাই ছেড়ে সমুদ্রে যাওয়ার পর শুরু হয় পার্টি। সকাল ১০টায় অভিযান শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত।

এনসিবি কর্তৃপক্ষ জানিয়েছে—এই অভিযানে ১৩ গ্রাম কোকেইন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ এবং ৫ গ্রাম এমডি পাওয়া গেছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়