ঢাকা     মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

নোবেলকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন স্ত্রী

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ৬ অক্টোবর ২০২১   আপডেট: ১৭:০৬, ৬ অক্টোবর ২০২১
নোবেলকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন স্ত্রী

বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন স্ত্রী সালসাবিল মাহমুদ (মেহেরুন সালসাবিল)। গত ১১ সেপ্টেম্বর নোবেলের ঠিকানায় তালাকের এই নোটিশ পাঠানো হয়।

বুধবার (৬ অক্টোবর) এ প্রসঙ্গে রাইজিংবিডির সঙ্গে কথা বলেন সালসাবিল। ডিভোর্স লেটারের তথ‌্য নিশ্চিত করে সালসাবিল বলেন, ‘১১ সেপ্টেম্বর আমি ডিভোর্স লেটার পাঠিয়েছি। নোবেল এখন পর্যন্ত তাতে স্বাক্ষর করেছে কিনা আমি জানি না। স্বাক্ষর না করলেও ৩ মাসের মধ‌্যে ডিভোর্স কার্যকর হয়ে যাবে।’

ডিভোর্স লেটারের একটি কপি রাইজিংবিডির হাতে এসেছে। সেখানে দেখা যায় বেশ কিছু কারণ দেখিয়ে নোবেলকে তালাকের নোটিশ দিয়েছেন সালসাবিল। কারণগুলো হলো— এক. স্ত্রী হিসেবে গত দুই বছর খোরপোষ না দেওয়া। দুই. স্বামীর মস্তিষ্ক বিকৃত। তিন. কাবিনের প্রদত্ত শর্ত লঙ্ঘন। চার. বিবাহ প্রদত্ত কাবিনের শর্ত লঙ্ঘন। পাঁচ. চরিত্রহীনতা, নির্যাতনকারী ও পরকীয়ায় লিপ্ত। ছয়. প্রচন্ড মারধর করে, মাদকদ্রব‌্য গ্রহণ করে।

আরো পড়ুন: মাদক, নারীঘটিত কারণেই নোবেলের সঙ্গে থাকি না

সালসাবিল বলেন, ‘নোবেল আমাকে আগে থেকেই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। মারধর করে বাসা থেকে বের করে দিয়েছিল। এরপর থেকেই মূলত আলাদা থাকতে শুরু করি। এরপর আমি থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেছিলাম।’

নোবেলকে পাঠানো ডিভোর্স লেটার

অনেক দিন ধরেই আলাদা থাকছেন সালসাবিল-নোবেল। এত দিন পর ডিভোর্স লেটার পাঠানোর কারণ ব‌্যাখ‌্যা করে সালসাবিল বলেন, ‘আমার ব‌্যক্তিগত কিছু ভিডিও দিয়ে নোবেল আমাকে ব্ল‌্যাকমেইল করছিল। ভিডিওগুলো আমার অজান্তে ধারণ করেছিল নোবেল। আমরা স্বামী-স্ত্রী। এক বাসায় থেকেছি, সুতরাং আলাদা প্রাইভেসি রাখার প্রয়োজন বোধ করিনি। এই ভিডিও দিয়ে দীর্ঘদিন ব্ল‌্যাকমেইল করছে নোবেল। বিষয়টি সাইবার ক্রাইম অবগত। এসব কারণে এত দিন ডিভোর্স দেইনি।’

বুধবার (৬ অক্টোবর) বিকালে এ প্রসঙ্গে কথা বলতে নোবেলের মুঠোফোনে চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে এ দিন বিকালে নোবেল ভেরিফায়েড ফেইসবুক পেইজে লিখেছেন—‘ডিভোর্স।’

সোশ্যাল মিডিয়ার সূত্রে নোবেল-সালসাবিলের পরিচয়। এই পরিচয় রূপ নেয় প্রেমে। ২০১৯ সালের ১৫ নভেম্বর বিয়ে করেন তারা।

ঢাকা/তারা

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়