ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জন্মদিন পালন করবেন না শাহরুখ!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫০, ২২ অক্টোবর ২০২১   আপডেট: ১১:২২, ২২ অক্টোবর ২০২১
জন্মদিন পালন করবেন না শাহরুখ!

বলিউড ‘বাদশা’ শাহরুখ খান। প্রতি বছর ঘটা করে জন্মদিন পালন করলেও এ বছর তা করবেন না।

বেশ কিছুদিন ধরেই পারিবারিক ঝামেলায় রয়েছেন শাহরুখ। মাদক মামলায় গ্রেপ্তার তার ছেলে আরিয়ান খান। কবে তিনি কারাগার থেকে মুক্তি পাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় শাহরুখ ও তার স্ত্রী গৌরী। তাই আগামী ২ নভেম্বর শাহরুখ তার জন্মদিন পালন করবেন না।

আরো পড়ুন:

শাহরুখ পরিবারের ঘনিষ্ঠ একজন বলিউডহাঙ্গামা ডটকমে বলেন, ‘শুধু শাহরুখের জন্মদিন নয়, আগামী ১৩ নভেম্বর আরিয়ানের জন্মদিন। এই দিন সে কারাগারে থাকবে ভাবলে আমাদের হার্ট অ্যাটাক হচ্ছে।’

সূত্রটি আরো জানান, শাহরুখ হয়তো ভক্ত-অনুরাগীদের অনুরোধ করবেন এবার তারা যেন মান্নাতের সামনে এসে ভিড় না জমান। শুধু জন্মদিন নয়, শাহরুখ ও গৌরী দীপাবলিও পালন করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।

গত ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে আটক করে এনসিবি। কয়েক ঘণ্টা জেরার পর তাদের গ্রেপ্তার করা হয়। এরপর গত ৭ অক্টোবর থেকে কারাবন্দি রয়েছেন শাহরুখপুত্র। আগামী ২৬ অক্টোবর বোম্বে হাই কোর্টে তার জামিন শুনানি রয়েছে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়