ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কবে মুক্তি পাচ্ছে আমির-কারিনার সিনেমা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৯, ২০ নভেম্বর ২০২১   আপডেট: ১৫:৫৫, ২০ নভেম্বর ২০২১
কবে মুক্তি পাচ্ছে আমির-কারিনার সিনেমা?

বলিউডের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী আমির খান ও কারিনা কাপুর। ‘লাল সিং চাড্ডা’ সিনেমার মাধ্যমে আবারো একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তারা।

এদিকে গত বছর ডিসেম্বরে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনা মহামারির কারণে তা পিছিয়ে যায়। এরপর একাধিকবার এই সিনেমার মুক্তির তারিখ পেছানো হয়। শনিবার (২০ নভেম্বর) এর নতুন তারিখ ঘোষণা করেছেন নির্মাতারা।

আরো পড়ুন:

মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রযোজনা প্রতিষ্ঠান আমির খান প্রোডাকশন্সের অ্যাকাউন্টে ‘লাল সিং চাড্ডা’ সিনেমার একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। এতে জানানো হয়, আগামী ১৪ এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখে মুক্তি পাচ্ছে সিনেমাটি। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘নতুন পোস্টার ও মুক্তির তারিখ প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত।’

টম হ্যাঙ্কস অভিনীত হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’। এই সিনেমায় দেখা যাবে, আমির ৩০ বছর ধরে ভারতের বিভিন্ন রাজনৈতিক ও সংস্কৃতিক কাজে অবদান রাখছেন, তবে সবই নিজের অজ্ঞাতসারে। আমির খানের প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করছে ভায়াকম। পরিচালনা করছেন ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমাখ্যাত আদভাইত চন্দন।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়