ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কে দিচ্ছেন ক্যাটরিনা-ভিকির বিয়ের খরচ?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৪, ৯ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৬:০০, ৯ ডিসেম্বর ২০২১
কে দিচ্ছেন ক্যাটরিনা-ভিকির বিয়ের খরচ?

এই সময়ের আলোচিত বলিউড জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বিয়ের পিঁড়িতে বসছেন তারা।

বিয়ের জন্য রাজকীয় আয়োজন করেছেন ভিকি-ক্যাটরিনা। রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে হচ্ছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। জাঁকজমকপূর্ণ এই আয়োজনের ৭৫ শতাংশ খরচই বহন করছেন ক্যাটরিনা। ভারতীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

আরো পড়ুন:

জানা গেছে, প্রচারের জন্য সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্ট বিনামূল্যে বিয়ের আয়োজন করছে। কিন্তু অতিথিদের ভ্রমণ, নিরাপত্তাসহ অন্য বিষয়গুলো ক্যাটরিনা দেখভাল করছেন। আয়োজনের বেশিরভাগ এই অভিনেত্রীর পছন্দ মতো হচ্ছে।

শোনা যাচ্ছে, অতিথিদের সেলফোন ব্যবহার, শর্তপত্রে স্বাক্ষর ও অন্য নিয়মকানুন নিয়ে ভিকির কোনো মাথাব্যথা ছিল না। এগুলো ক্যাটরিনার পরিকল্পনা। ভিকি বিয়েতে ২৫ শতাংশ খরচ বহন করছেন।

গত ৭ ও ৮ ডিসেম্বর তাদের মেহেদি, সংগীত ও হলুদ অনুষ্ঠান হয়েছে। আর বৃহস্পতিবার সাত পাকে বাঁধা পড়বেন তারা। করোনা মহামারির কারণে মাত্র ১২০ জন অতিথিকে বিয়েতে নিমন্ত্রণ করেছেন ক্যাটরিনা ও ভিকি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়