ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ট্রিপল আর’ সিনেমার সাফল্যের পার্টিতে ছিলেন না অজয়-আলিয়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ৮ এপ্রিল ২০২২   আপডেট: ১১:৩৯, ৮ এপ্রিল ২০২২
‘ট্রিপল আর’ সিনেমার সাফল্যের পার্টিতে ছিলেন না অজয়-আলিয়া

এসএস রাজামৌলি পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘ট্রিপল আর’। বক্স অফিস কাঁপানো এই সিনেমা একের পর এক রেকর্ড গড়ছে।

এদিকে ‘ট্রিপল আর’ সিনেমার বক্স অফিস সাফল্য উদযাপন উপলক্ষে পার্টির আয়োজন করেছিল সিনেমার টিম। এতে সিনেমার পরিচালক রাজামৌলি, রাম চরণ এবং জুনিয়র এনটিআর-এর মতো তারকা অভিনেতারা উপস্থিত থাকলেও ছিলেন না আলিয়া ভাট ও অজয় দেবগন।

আরো পড়ুন:

অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে আলিয়ার বিয়ের গুঞ্জনে মুখরিত বলিপাড়া। আগামী ১৭ এপ্রিল নাকি বিয়ের পিঁড়িতে বসছেন তারা। ধারণা করা হচ্ছে, এ কারণেই সিনেমার সাফল্যের পার্টিতে ছিলেন না এই অভিনেত্রী। কিন্তু অজয় দেবগন কেন উপস্থিত ছিলেন না তা নিয়ে চলছে জল্পনা।

জানা গেছে, ‘ট্রিপল আর’ সিনেমার সাফল্যের পার্টিতে এই দুই তারকা উপস্থিত না থাকলেও করন জোহর, আমির খান, জনি লিভার, জয়ন্তীলাল গাদা, সতীশ কৌশিক এবং জাভেদ আখতারের মতো বলিউড তারকারা হাজির ছিলেন।

কোমারাস ভীমা ও আল্লুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। আলিয়া ভাট, অজয় দেবগন ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— রে স্টেভেনসন, অলিভিয়া মরিস প্রমুখ। বক্স অফিসে হাজার কেটি রুপি আয়ের পথে এই সিনেমা।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়