ঢাকা     বুধবার   ০১ মে ২০২৪ ||  বৈশাখ ১৮ ১৪৩১

আকবরের স্ত্রীর কান্না থামছেই না

প্রকাশিত: ১৬:১০, ১৩ নভেম্বর ২০২২   আপডেট: ১৬:১৯, ১৩ নভেম্বর ২০২২
আকবরের স্ত্রীর কান্না থামছেই না

‘আমার সব শেষ। সবাইকে রেখে মানুষটা উড়াল দিলো। আমি এখন কী নিয়ে থাকবো’— রাইজিংবিডির সঙ্গে আলাপকালে কাঁদতে কাঁদতে কথাগুলো বলেন গায়ক আকবরের স্ত্রী কানিজ ফাতেমা।

রোববার (১৩ নভেম্বর) দুপুর ৩টার দিকে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকবর। গায়ক আকবরের মৃত্যুর পর কানিজ ফাতেমার সঙ্গে কথা বলেন এ প্রতিবেদক। কানিজ ফাতেমার সঙ্গে যতক্ষণ কথা বলেন এই প্রতিবেদক, ততক্ষণ অঝোরে কাঁদতে থাকেন আকবরের স্ত্রী। কোনো সান্ত্বনা দিয়েই তাকে বোঝানো যাচ্ছিল না!

আকবরের মরদেহ বর্তমানে বারডেম হাসপাতালে রাখা হয়েছে। সেখান থেকে মিরপুর ১ নাম্বরের বাসায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

দীর্ঘদিন ধরে অসুস্থ আকবরের চিকিৎসা বারডেম হাসপাতালে আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) চলছিল। ডায়াবেটিস, কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। মাঝে কয়েক মাস সুস্থ থাকলেও গত ১৪ সেপ্টেম্বর ফের অসুস্থ হয়ে পড়েন এই গায়ক।

‘তোমার হাত পাখার বাতাসে’ গানটি গেয়ে পরিচিতি লাভ করেন শিল্পী আকবর। ‘ইত্যাদি’-এর মাধ্যমে উঠে আসা এই শিল্পীকে নিয়ে শুরু হয় আলোচনা। বেশ ভালোই চলছিল তার। কিন্তু জীবনের শেষ সময়টা অর্থনৈতিক সংকটে পার করেন তিনি।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়