ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন এ আর রহমানের পুত্র

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৪, ৫ মার্চ ২০২৩   আপডেট: ১৮:৫২, ৫ মার্চ ২০২৩
ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন এ আর রহমানের পুত্র

ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বেঁচে ফিরলেন প্রখ্যাত সংগীতশিল্পী এ আর রহমানের পুত্র এ আর আমিন। বৃহস্পতিবার (২ মার্চ) শুটিং সেটে ঝাড়বাতি ছিঁড়ে পড়েছিল বলে জানিয়েছেন এ আর আমিন নিজেই।

ইনস্টাগ্রাম পোস্টে এ আর আমিন বলেন, ‘সর্বশক্তিময় সৃষ্টিকর্তা, আমার বাবা-মা, পরিবার ও আমার শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞ। আমি বেঁচে আছি এবং এখন নিরাপদে আছি।’

আরো পড়ুন:

ঘটনার বর্ণনা দিয়ে এ আর আমিন বলেন, ‘তিন রাত আগে আমি একটি গানের শুটিং করছিলাম। সেখানে ইঞ্জিনিয়ারিং টিমের ওপর পুরো ভরসা করে শট দিচ্ছিলাম। আমি মঞ্চের ঠিক মাঝে দাঁড়ানো ছিলাম। আর আমার মাথার ওপরে ক্রেন দিয়ে ঝুলানো ছিল ঝাড়বাতি। কিন্তু আকস্মিকভাবে ক্রেন থেকে ফ্রেমসহ সেসব ঝাড়বাড়ি ছিঁড়ে পড়ে। কয়েক সেকেন্ড আগে আমি যদি কয়েক ইঞ্চি এদিক-সেদিক হয়ে দাঁড়ানো থাকতাম, তবে সব ঝাড়বাতি আমার মাথার ওপরে পড়তো। আমি এবং আমার পুরো টিম হতভম্ব হয়ে পড়েছি।’

২০১৫ সালে তামিল ভাষার ‘ও কাড়াল কানমানি’ সিনেমায় প্লেব্যাক করেন এ আর আমিন। ‘মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম’ শিরোনামের গান গেয়ে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন আমিন। এরপর এ আর রহমানের সুরে ‘দিল বেচারা’ সিনেমার ‘নেবার সে গুডবাই’ গানটিতে কণ্ঠ দেন তিনি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়